'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি', কৌশানির ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় https://ift.tt/3rJSBFN - MAS News bengali

'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি', কৌশানির ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় https://ift.tt/3rJSBFN

এই সময় ডিজিটাল ডেস্ক: বড় পর্দার নায়িকা তিনি। বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরের তৃণমূলকে জয় এনে দেওয়ার দায়িত্বও তাঁর কাঁধে। কিন্তু একটি ভাইরাল ভিডিয়োতে (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) কৌশানি মুখোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি। শুক্রবার রাতে 'BJP Bengal'-এর পেজ থেকে কৌশানির একটি ভিডিয়ো (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) টুইট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, তৃণমূলের এই প্রার্থী বলছেন, 'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি।' এই ভিডিয়োটিতে কৌশানি কাওকে বলছেন, ' এদিকে আয়, এদিকে আয়, তোদের বাবা BJP।' এরপরেই কয়েকজন খুদের সঙ্গে হাসি মুখে হাত মেলান প্রার্থী। এরপরেই তিনি বলেন, 'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি।' এই ভিডিয়োটি টুইট করে BJP লিখেছে, 'এইভাবেই বাংলার মহিলাদের হুমকি দিচ্ছেন কৌশানি। এটাই পিসি সংস্কৃতি। পিসির আমলে বাংলার কোনও মহিলারাই সুরক্ষিত নয়। এই ভিডিয়ো প্রসঙ্গে এখনও তৃণমূলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। রাজনীতির আঙিনায় একেবারে আনকোরা কৌশানি। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ মুকুল রায়। কিন্তু মুকুল রায়কে প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ ছিলেন এই প্রার্থী। স্পষ্ট জানিয়েছিলেন, মুকুল রায়কে শক্তিশালী ভাবতে নারাজ তিনি। ভোটমুখী বঙ্গে একে অপরের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছেন রাজনীতিবিদরা, তখন কৌশানীর এই ভাইরাল ভিডিয়ো কার্যত আলোড়ন ফেলেছে। কেউ সম্প্রতি অতীতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 'বিতর্কিত মন্তব্য'-কে মনে করছেন, আবার অনেকেই অতীত হাতড়ে মনে করছেন তাপস পালের মন্তব্যের স্মৃতি। ভিডিয়োটিতে (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) বড় পর্দার নায়িকার মুখ থেকে বার হওয়া এই শব্দগুলি হজম করতে পারছেন না অনেকেই। যদিও কোন পরিস্থিতিতে, কীভাবে এই ভিডিয়ো নেওয়া হয়েছে এমনকী ভিডিয়োটি আদৌ আসল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এদিকে, এই ভিডিয়ো প্রসঙ্গে কৌশানি জানান, BJP-র IT সেল একটি নির্দিষ্ট লাইনকে এডিট করেছে। এদিন নিজের বক্তব্যে উত্তরপ্রদেশের হাথরাসের কথা তুলে ধরেন কৌশানী। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্য। এই বিষয়টিই তিনি তুলে ধরতে চেয়েছিলেন সাধারণ মানুষের কাছে। সেই বক্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uhMCd1

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads