যে নিজের রাজ্যে ২ লাখের বেশি ভোটে হেরেছে, সে এখানে কি জিতবে: অগ্নিমিত্রা https://ift.tt/UogTA0X - MAS News bengali

যে নিজের রাজ্যে ২ লাখের বেশি ভোটে হেরেছে, সে এখানে কি জিতবে: অগ্নিমিত্রা https://ift.tt/UogTA0X

Rampurhat Bagtui গ্রামে শিশু সহ ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় ফের সরব হলেন আসানসোলের BJP বিধায়ক ও লোকসভা উপনির্বাচনের প্রার্থী ()। শুক্রবার নিজের প্রচার সভায় এসে ঘটনার নিন্দা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন BJP-র এই দাপুটে নেত্রী। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, "টাকা-পয়সা, চাকরি দিয়ে পরিবারের লোকেদের কিনে নেওয়া যায় না। ওরা অসুস্থ হয়ে মারা যায়নি, পিটিয়ে গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে গণহত্যা করা হয়েছে।" প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বগটুই গ্রামে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী সেই চেক মৃতদের পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি তিনিও জানিয়ে দিয়েছেন টাকার বিচারে প্রাণের মূল্য নির্ধারণ করা যায় না। সেই সিদ্ধান্তকে কটাক্ষ করে শুক্রবার BJP নেত্রী বলেন, "এসবের জবাব তৃণমূল পাবে আসানসোল লোকসভা উপনির্বাচনে।" পাণ্ডবেশ্বরে বহুলায় আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে এসে রামপুরহাট প্রসঙ্গে এভাবেই শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অন্যদিকে লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নিয়ে তাঁর মন্তব্য, "যিনি নিজের রাজ্য থেকে ২ লাখের বেশি ভোটে হেরেছেন, যাঁর সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই তিনি এখানে এসে কি জিতবেন ?" রামপুরহাট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানানোর পর তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে পাল্টা জবাব দেন তিনি। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, "ওনার সম্পর্কে আগেই তাঁর দলের লোক কুণাল ঘোষ যা বলার বলেছেন। আর যে দলশিশু সহ জীবন্ত এতগুলো লোককে পুড়িয়ে মারতে পারে, সেই দলের লোক বিরোধী নেত্রীদের অপমান করে অগ্নিকে জল, লকেটকে নূপুর বানাতে পারি এটা বলা খুবই স্বাভাবিক।" বুধবার পাণ্ডবেশ্বরে প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদকে বলতে শোনা গেল, ''লকেটকে যদি নূপুর করতে পারি তবে অগ্নিকেও জলে পরিণত করে দেব।'' তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে। শুক্রবার পাণ্ডবেশ্বরের পদ্মাবতী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের BJP প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি। পুজো দেওয়ার পর বহুলা মোড় থেকে ব্যান্ড নিয়ে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন অগ্নিমিত্রা পল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/u7Q4w5F
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads