Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/pRAx8wy
এবার বাঁটুল থেকে হাঁদা-ভোঁদা পড়াবে ট্রাফিকের পাঠ, উদ্যোগ হাওড়া পুলিশের https://ift.tt/9maAfq0
Comics-এর পাতা থেকে উঠে এসে এবার ট্রাফিক নিয়ম শেখাবে বাঁটুল, হাঁদা-ভোঁদা। বিশ্ববিখ্যাত এই কমিক স্ট্রিপের স্রষ্টা স্বনামধন্য সদ্য প্রয়াত কমিকস শিল্পী নারায়ণ দেবনাথকে(Narayan Debnath) শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। ট্রাফিক নিয়ম শেখাতে বাঁটুলও তার দুই খুদে সঙ্গীকে হাতিয়ার করল হাওড়া সিটি পুলিশ। অতিমারীর আবহে পৃথিবীর সঙ্কটকালে এই প্রবাদপ্রতিম শিল্পীর বড় সাধ ছিল, করোনা নামক ভয়ানক শত্রুটাকে ঘায়েল করাবেন বাঁটুলকে দিয়েই। সেই স্বপ্নই দেখতেন।। তাঁর সে স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তাই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম শেখাতে তাঁর বিখ্যাত কার্টুন চরিত্রের সাহায্য নিল Howrah City Police। 'সেভ ড্রাইভ সেফ লাইফ' কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম চন্দ্র সরণি দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাচ্ছে অন্য ধরনের ছবি। হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি 'বাঁটুল দি গ্রেট'। সঙ্গে হাজির বাঁটুলের অবিচ্ছেদ্য দুই ডানপিটে চরিত্র হাঁদা ভোঁদা। হেলমেটহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে বাটুলের ধমক ''হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।" দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সে উপদেশ দিচ্ছে বাঁটুল। পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ছাড়াও রাস্তার ওই অংশটুকু পথচলতি মানুষের নজর কাড়ছে। এক নিত্যযাত্রী জানালেন, রাস্তা দিয়ে যেতে যেতে প্রিয় কমিকসের চরিত্রগুলোকে দেখতে পেয়ে মন ভাল হয়ে যাচ্ছে। আবার অনেক বলছেন দেওয়ালের যে অংশটুকুতে এই ছবি ফুটিয়ে তোলা হয়েছে আগে সেখানে দেওয়ালটি নোংরা ছিল। এখন দেখতে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তাঁদের মতে শহরের অন্যান্য রাস্তার পাশে এই ধরণের চিত্র ফুটিয়ে তুললে রাস্তাঘাট আরও সুন্দর হয়ে উঠবে। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান, নারায়ণ দেবনাথ বাঙালির মননে রয়েছেন । তাঁর সৃষ্টি কোনোদিন ভোলা যাবে না। তাই তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই উদ্যোগ। দেওয়ালের কমিকসে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে। আর ট্রাফিক আইন শেখাতে বাটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথচলতি মানুষরাও। উল্লেখ্য, ১৮ জানুয়ারি প্রয়াত হয়েছেন এই কার্টুন শিল্পী। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/pRAx8wy
Previous article
Next article
Leave Comments
Post a Comment