Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/sjd5eIk
নাবালিকাকে গণধর্ষণ! অভিযুক্ত কংগ্রেস বিধায়কের ছেলে-সহ পাঁচ https://ift.tt/6sqcgxl
Rajasthan-এর কংগ্রেস বিধায়কের ছেলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক জোহারিলাল মিনার (Johari Lal Meena) ছেলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শনিবারই রাজস্থানের DGP-কে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন ()। তাদের পক্ষ থেকে ঘটনায় যথাযথ পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে। প্রয়োজনে DGP-কে সরাসরি হস্তক্ষেপেরও আবেদন করা হয়েছে তাদের পক্ষ থেকে। একইসঙ্গে, এই ঘটনায় যাতে নিরপেক্ষ তদন্ত হয়, DGP-কে তাও নিশ্চিত করতে বলেছে জাতীয় মহিলা কমিশন। সম্প্রতি এই ঘটনা সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়। তাতে দাবি করা হয়, ওই করা হয়েছে। সে যাতে কারও কাছে এ নিয়ে না খোলে, তা নিশ্চিত করতে লাগাতার তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। এবং গোটা ঘটনার সঙ্গে নাকি প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছেন কংগ্রেস বিধায়ক জোহারিলাল মিনার ছেলে। বিষয়টি NCW-র নজরে আসতেই পদক্ষেপ করেছে তারা। রাজ্য পুলিশকে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার পক্ষে সওয়াল করা হয়েছে। NCW-র পক্ষ থেকে সংস্থার চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) রাজস্থানের Director General of Police-কে সরাসরি চিঠি লিখেছেন। তাতে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিগৃহীতার সঙ্গে যাতে সুবিচার হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। অন্যদিকে, আক্রান্ত মেয়েটি যাতে নতুন করে বিপদে না পড়ে, পুলিশকে তাও নিশ্চিত করতে বলেছে NCW। ওই নাবালিকার কাউন্সেলিংয়েরও বন্দোবস্ত করতে বলা হয়েছে পুলিশকে। পাশাপাশি, এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কী কী করেছে, তদন্ত প্রক্রিয়া আদৌ শুরু হয়েছে কিনা, হয়ে থাকলে পুলিশের হাতে কী কী তথ্য এসেছে, তার বিস্তারিত রিপোর্ট রাজস্থান পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছে NCW। এমনকী, এই ঘটনার তদন্ত যাতে দ্রুত শেষ করা হয়, তার জন্য পুলিশকে সময়সীমাও বেঁধে দিয়েছে NCW। তাদের সাফ কথা, তিনদিনের মধ্যে তদন্ত শেষ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের দউসা জেলায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই কংগ্রেস বিধায়কের ছেলে-সহ মোট পাঁচজনকে এই ঘটনায় পাকড়াও করা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত কিশোরীর বয়স মাত্র ১৫ বছর। গণধর্ষণের পর থেকেই গোটা পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দীপক মিনা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। তাঁর বাবা আলওয়াড় জেলার রাজগড় বিধানসভাকেন্দ্রের বিধায়ক।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/sjd5eIk
Previous article
Next article
Leave Comments
Post a Comment