“CBI চাই”, বগটুইয়ের রায় সামনে রেখে নিজের দাবিতে অনড় আনিসের বাবা https://ift.tt/TNjZxP6 - MAS News bengali

“CBI চাই”, বগটুইয়ের রায় সামনে রেখে নিজের দাবিতে অনড় আনিসের বাবা https://ift.tt/TNjZxP6

Anis Khan-এর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার CBI-কে দেওয়া হচ্ছে না কেন? রামপুরহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকোর্টের রায় তুলে ধরে শনিবার এমনই প্রশ্ন তুললেন নিহত বাম ছাত্র নেতা সালাম খান। এদিন আমতায় সারদা খাঁ গ্রামে নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকোর্টের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে পালটা প্রশ্ন ছুড়ে দেন আনিসের বাবা সালাম খান। জ্ঞানবন্ত সিংহের উপর ভরসা নেই দাবি জানিয়ে তিনি বলেন, “রামপুরহাটের ঘটনায় জ্ঞানবন্ত সিংহ SIT-এর দায়িত্বে রয়েছেন। কিন্তু কোর্ট ওঁর উপর ভরসা করতে পারল না। CBI-কে তদন্ত করতে দিয়ে দিল। তাহলে আমাদের ক্ষেত্রে CBI-কে তদন্ত করতে দেওয়া হচ্ছে না কেন? আমি ওঁর (জ্ঞানবন্ত সিংহ) উপরে ভরসা রাখব কি করে?” প্রসঙ্গত, রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার যে সিট গঠন করেছিল, সেই দলে ছিলেন CID-র ADG জ্ঞানবন্ত সিংহ। যদিও বিরোধী ও মৃতদের পরিবারের তরফে এই ঘটনায় CBI তদন্তের দাবি করা হয়। সেই দাবি মেনে অবশেষে কলকাতা হাইকোর্টও বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-কে দেয়। কিন্তু, বাম ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও বারবার CBI তদন্তের দাবি উঠলেও সেটা গ্রাহ্য হয়নি। রাজ্য সরকারের নির্দেশে জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে গঠিত SIT-এর উপরই হত্যা মামলার তদন্ত চলছে। যদিও তদন্তকারী আধিকারিকদের এই বিষয়ে কোনরকম সহযোগিতা করতে নারাজ আনিসের পরিবার। তাঁদের অভিযোগ, রাজ্য পুলিশই আনিসকে খুন করেছে। তাই দিন চারেক আগে আনিস হত্যা মামলার তদন্তে গঠিত SIT-এর দুই আধিকারিক আমতায় আনিসের বাড়িতে তদন্ত করতে গেলে তাঁদের সঙ্গে কোনও কথাও বলেননি আনিসের বাবা সালাম খান। তাঁর দাবি, “পুলিশই আনিসকে খুন করেছে। তাই এই ঘটনার তদন্ত শুধু CBI করতে পারে। আমরা যা বলার CBI-কে বলব।” একই দাবি আনিসের দাদা সাবির খানও বলেন, “SIT-এর উপর আমরা ভরসা করছি না। ওনারা তদন্ত করছেন করুন। বাধা দেব না। তবে আমরা যা বলার CBI-কে বলব।” আনিসের প্রতিবেশীরাও একই দাবি তুলেছেন। কিন্তু সেই দাবি গ্রাহ্য না হলেও রামপুরহাটের ঘটনায় হাইকোর্ট CBI-কে তদন্তভার দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ আনিসের পরিবার। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে আনিস খানের বাড়িতে হানা দেয় পুলিশ। তারপরই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। ছাদ থেকে আনিসকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। যদিও পুলিশের দাবি, আনিস পালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সময় আনিসের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফলে পুলিশের বিরুদ্ধে সন্দেহ জোরাল হচ্ছে। ঘটনায় নাম জড়িয়েছে আমতা থানার OC থেকে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারেরও। গোটা ঘটনার তদন্তে SIT গঠন করে রাজ্য সরকার।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/nJK5MW4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads