Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/jnsOQuo
প্রয়াত অভিনেতা অভিষেক 'স্বাধীনতা সংগ্রামী'! তৃণমূল নেতার পোস্ট ঘিরে শোরগোল https://ift.tt/0pEFjA1
স্বাধীনতা সংগ্রামী! কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির নতমস্তকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। যেখানে বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা অভিষেকের ছবি বসানো। এই নিয়ে নেট পাড়ায় কার্যত ঢি ঢি পড়ে গিয়েছে। পোস্টে ঠিক কী লেখা হয়েছে? গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বাংলার সিনে দুনিয়ার অন্যতম তারকা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শুধু সিনে দুনিয়া নয়, শোকের ছায়া গোটা ভক্তকুলে। শোকপ্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশির কর্মকারের শ্রদ্ধা জ্ঞাপনের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অভিষেকের ছবি রয়েছে। নীচে ক্যাপশানে লেখা "ভারতীয় স্বাধীনতা সংগ্রামী অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।" সঙ্গে ভেসে রয়েছে শিশির কর্মকারের নতমস্তকে হাত জোড় করা একটি ছবি। কীভাবে একজন অভিনেতাকে ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে অভিহিত করলেন এই তৃণমূল নেতা? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। নেটিজেনদের ক্ষোভ, একজন প্রয়াত অভিনেতাকে নিয়ে এই পোস্ট করা রীতিমতো অপমানজনক। তাঁরা তৃণমূল এই নেতার বিরুদ্ধে রোষ প্রকাশ করেছেন। সত্যি কি এই পোস্ট করেছেন শিশির কর্মকার? কেন এই ভুল? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ‘ এই সময় ডিজিটাল’-কে তিনি জানান, একটি নির্দিষ্ট বেসরকারি চ্যানেল তাঁর নামে একটি ‘চ্যানেল’ চালাত। তাঁকে দেখানোর পর সেখানে তাঁর সম্পর্কিত বিস্তারিত পোস্ট করা হত। এই নেতার কথায়, “ নির্বাচনের পর আর ওঁরা আমার সঙ্গে কোনও আলোচনা করেনি। নিজের মতো করে পোস্ট করেছে এটা। আমি নিজেও টেলিফোনে এই বিষয়টি বন্ধ করে দিতে বলেছি। একবার সাইবার ক্রাইমে ফোন করে বলেছি ওদের ডেকে সাবধান করে দিতে।” তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাত বলে জানান এই নেতা। অর্থাৎ এই পোস্টের বিষয়ে তিনি নিজে কিছুই জানতেন না, দাবি করেছেন শিশির কর্মকার। যদিও নেটপাড়ায় এই নিয়ে বিস্তর আলোড়ন পড়েছে। উল্লেখ্য, গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। শেষ দিনে তিনি শ্যুটিং সেটেও অত্যন্ত অসুস্থ বোধ করছিলেন বলে জানাচ্ছেন সহ অভিনেতারা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/jnsOQuo
Previous article
Next article
Leave Comments
Post a Comment