রবিবারেও দাম বাড়বে পেট্রল-ডিজেলের, কত বেশি খরচ? দেখে নিন https://ift.tt/Um9Opjs - MAS News bengali

রবিবারেও দাম বাড়বে পেট্রল-ডিজেলের, কত বেশি খরচ? দেখে নিন https://ift.tt/Um9Opjs

শনিবার দাম বৃদ্ধি ঘটেছিল পেট্রল-ডিজেলের। রবিবারও সেই ধারা বজায় থাকছে। সূত্রের দাবি, রবিবার দাম বাড়তে চলেছে পেট্রল ডিজেলের (Petrol )। জানা গিয়েছে, লিটার প্রতি বাড়বে 50 পয়সা। পাশাপাশি বাড়ানো হবে 55 পয়সা। রবিবার ভোর 6 টা থেকেই দামে পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে। এই নয়া দাম বৃদ্ধির জেরে দেশের কোন শহরে জ্বালানির দাম কত হবে, তা দেখে নেওয়া যাক। কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Kolkata): এই দাম বৃদ্ধির জেরে কলকাতায় পেট্রলের দাম হতে চলেছে 108.51 টাকা। পাশাপাশি ডিজেলের দাম হতে চলেছে 93.56 টাকা। ফলে সাধারণ মানুষের পকেটে যে চাপ পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai): রবিবার সকালে মুম্বইয়ে পেট্রলের দাম পৌঁছবে লিটার প্রতি 113.85 টাকাতে। অন্যদিকে ডিজেলের দাম হবে 98.10 টাকা প্রতি লিটার। জ্বালানির জ্বালা সবথেকে বেশি মুম্বইতেই। চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Chennai): রবিবার দেশজুড়ে দামের বদলের সঙ্গে সঙ্গে, এই শহরেও জ্বালানির দামে প্রভাব পড়তে চলেছে। রবিবার চেন্নাইতে পেট্রলের দাম হতে চলেছে 104.93 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম হতে চলেছে 95.02 টাকা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in New Delhi): দেশের মেট্রো শহরগুলির মধ্যে এখনও পেট্রলের দাম 100-এর নীচে রয়েছে কেবল রাজধানী শহর দিল্লিতে। দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম রবিবার থেকে হবে 99.11 টাকা। একইসঙ্গে ডিজেলের দাম রবিবার হবে 90.42 টাকা প্রতি লিটার। উল্লেখ্য, রবিবার জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই 6 দিনের মধ্যে পাঁচ দিন জ্বালানির দাম বৃদ্ধি পাবে। এক সপ্তাহে জ্বালানির দাম বেড়ে যাবে সাড়ে 3 টাকারও বেশি। যা সাধারণ মানুষের চিঁড়ে-চ্যাপ্টা পকেটকে আরও চাপের মধ্যে ফেলে দেবে। রোজ যেভাবে লাগাতার দাম বাড়ছে, তাতে বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন একাংশ। বেশ কয়েকদিন থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের সঙ্গে সমতা করতে হলে খুচরো জ্বালানির মূল্য 10 থেকে 12 টাকা বৃদ্ধি করতে হবে। বেশ কিছু বিশেষজ্ঞের দাবি ছিল, একবারে দাম না বাড়িয়ে ধাপে ধাপে দাম বৃদ্ধি করা হবে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছেও তাই।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/kjzvNKP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads