Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Z3Oh2sy
বৃথা গেল ধোনির হাফসেঞ্চুরি, IPL-এ দুরন্ত শুরুয়াত KKR-এর https://ift.tt/4ZvLdtR
ব্রিগেডের শুরুটা যথেষ্ট ভালোই হল। তার থেকেও বড় কথা কলকাতা অধিনায়ক হিসেবে জয় দিয়েই শুরু করলেন Shreyas Iyer। শনিবার ৬ উইকেটে ধোনিদের পরাস্ত করল KKR ব্রিগেড। অধিনায়ক হিসেবে কলকাতাকে প্রথম ম্যাচ জেতাতে পেরে যারপরনাই খুশি শ্রেয়স নিজেও। শনিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি বলেছিলেন, "এই ম্যাচটা খেলতে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি। কেকেআর জার্সিতে মাঠে নামতে পেরে খুব ভালো লাগছে। পরের দিকে ব্যাট করলেই সুবিধে হবে। কারণ তখন শিশির পড়তে পারে।" এই সিদ্ধান্তই যে আগামী সময়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। বিশেষ করে কলকাতা ব্রিগেডের স্পিনাররা চেন্নাইয়ের রানে লাগাম পরিয়ে রেখেছিল। মিডল ওভারে চেন্নাইয়ের রান অনেকটাই চেপে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। এরপর ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। অধিনায়কত্ব ছাড়ার পর তিনি যে ব্যাট হাতে এভাবে জ্বলে উঠবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারের শেষে অসাধারণ একটা ফিনিশ করল চেন্নাই সুপার কিংস। শেষ ৩ ওভারে ৪৭ রান উঠেছে। দলের বোলাররা অন্তত কিছুটা হলেও লড়াইয়ের রসদ পাবে। কে ভেবেছিল ধোনি দলের হয়ে সবথেকে বেশি রান করবেন? শুরুটা ভালো করেছিলেন রবিন উথাপ্পা। তবে দলের অন্য টপ অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে রান করতে পারেননি। জাদেজা ম্যাচের রাশ ধরলেও, শেষটা করলেন ধোনি। মাত্র ৩৮ বলে ৫০ রান করে তিনি অপরাজিত থাকেন। এরপর ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। যে অজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়া নিয়ে এতদিন ধরে এত সমালোচনা চলছিল, শনিবার সেইসব সমালোচনার যোগ্য জবাব দিলেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর রাহানে IPL ফরম্যাটে কতটা কী করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে এই ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করলেন তিনি। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও তিনি কিন্তু ইতিমধ্যেই সমর্থকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। পাশাপাশি দলের বাকি ব্যাটাররাও দুরন্ত পারফরম্যান্স করেছে। শেষবেলায় ২২ বলে ২৫ রান করে ঝোড়ো ব্যাটিং করেন স্যাম বিলিংস। এছাড়া ওপেনার হিসেবেও নিজেকে যোগ্য প্রমাণ করলেন ভেঙ্কটেশ আইয়ার (১৬)। আগামী ৩০ তারিখ পরের ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে খেলতে নামবে নাইট ব্রিগেড।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Z3Oh2sy
Previous article
Next article
Leave Comments
Post a Comment