Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/wpT2FMN
বাজারে রুই, চিকেনের এক দাম! সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/RdWzDCq

কলকাতা-সহ গোটা শহরতলিতেই বাজার দর ক্রমশ চড়ছে। এতদিন মাছ- মাংসের বাজার দর চড়া থাকলেও স্বস্তি মিলত সবজি বাজারে। কিন্তু বর্তমানে তা আর হচ্ছে না। সবজি বাজারেও নানা সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। মূলত শীতকালীন সবজিগুলি ভ্যানিশ হতেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজি।যে যে সবজিগুলির দাম বেড়েছে, সেই তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে, বেগুনের মতো সবজি। এমনকি আলুর দামও সম্প্রতি বেড়েছে বেশ কিছুটা। ফুলকপির দাম প্রতি পিসে যেখানে ছিল 6- 7 টাকা, সেই দাম এখন বেড়ে হয়েছে 20 টাকা প্রতি পিস। বাঁধাকপিরও দাম 10 টাকা কেজি থেকে বেড়ে হয়েছে 20 টাকা। বিক্রেতারা জানাচ্ছেন, ফুলকপি, বাঁধাকপির মরশুম শেষ, আর সেই কারণেই শেষবেলায় এগুলির দাম চড়া রয়েছে।এছাড়া, উচ্ছের কেজি রয়েছে 40-50 টাকা। বেগুনের প্রতি কেজির দর রয়েছে 60 টাকা। পটল বিকোচ্ছে 70 টাকা থেকে 80 টাকা কেজি দরে। ঢ্যাঁড়শের কেজি রয়েছে 60 টাকা। কাঁচা আমের দাম রয়েছে 80 টাকা। অন্যদিকে সস্তায় পাওয়া যাচ্ছে টমেটো, প্রতি কেজি দাম 20 টাকা। পেঁপের কেজি রয়েছে 25 টাকা। গাজর বিকোচ্ছে 30 টাকা কেজি দরে। পেঁয়াজের কেজিও রয়েছে 30 টাকা। জ্যোতি আলুর দাম রয়েছে 15 টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 22 টাকা। হিমাঙ্গি আলুর কেজি 17-18 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কার দাম রয়েছে প্রতি 100 গ্রামে 10 টাকা। এবার দেখে নেওয়া যাক মাছ বাজারের দাম- রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে 200 টাকা। কাতলা মাছের দাম রয়েছে 400 টাকা। ভোলা মাছের দাম রয়েছে 300 টাকা। ট্যাংরা মাছের প্রতি কেজির দাম রয়েছে 300 টাকা। প্রতি কেজির লোটে মাছের দাম রয়েছে 120 টাকা। পাবদা মাছের প্রতি কেজির দাম রয়েছে 300 টাকা। ভেটকি মাছের প্রতি কেজির দাম রয়েছে 500 টাকা।চিংড়ির মধ্যে সাধারণ চিংড়ির দাম রয়েছে প্রতি কেজি 300 টাকা। গলদা চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে 700 টাকা। বাগদা চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে 400 টাকা। কই মাছের প্রতি কেজির দাম রয়েছে 400 টাকা।দেখে নেওয়া যাক প্রতি কেজি মাংসের দামসপ্তাহান্তের আগে মাংসের দামও রয়েছে চড়া। এখনও চিকেনের দাম 200 টাকার উপরেই। প্রতি কেজি চিকেনের দাম 220 টাকা, গোটা মুরগির প্রতি কেজির দাম রয়েছে 140- 155 টাকা। অন্যদিকে, প্রতি কেজি মাটনের দাম রয়েছে 720 থেকে 790 টাকা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/wpT2FMN
Leave Comments
Post a Comment