Bengali News
Bengali News Live Today
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/LMNYrUI
ভপতনগর : বসফরণর ঘটনয় এনআইএ তলব https://ift.tt/fuO9E8D

এই সময়: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় পঞ্চায়েত ভোটের ঠিক আগে তৃণমূল নেতাদের তলব করল এনআইএ। কী ভাবে বিস্ফোরণ ঘটল, ষড়যন্ত্র করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল কি না, তা জানতে ন'জনকে এখনও পর্যন্ত তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর। আগামী বুধবার ডাকা হয়েছে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকেও। সোমবার বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পঞ্চায়েত সদস্য চন্দন বরকে। আজ, মঙ্গলবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকেও ডেকে পাঠানো হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি সহ দুই কর্মীর। নিহত রাজকুমার মান্নার স্ত্রী পুলিশের কাছে দাবি করেছিলেন, তাঁদের বাড়িতে অনেকদিন ধরেই বাজি বানানো হতো। রাজকুমার ধূমপান করার সময়ে আচমকা বাজির মশলায় আগুনের ফুলকি পড়ায় বিস্ফোরণ ঘটে বলেও দাবি করা হয়। যদিও তদন্তকারী সংস্থাকে প্রতিবেশীরা জানিয়েছেন, রাজকুমারের বাড়িতে বাজি তৈরি হতো বলে তাঁরা কখনও শোনেননি। এনআইএ খতিয়ে দেখছে, মৃতের স্ত্রী বাজি বানানোর যুক্তি দিলেও প্রতিবেশীরা কেন অন্য বয়ান দিচ্ছেন। ঘটনার পরে বিস্ফোরণস্থল থেকে বেশ কিছুটা দূরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তৃণমূল কর্মী লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃতদেহ পাওয়া যায়। অভিযোগ ওঠে, দেহ লোপাটের চেষ্টা হচ্ছিল। সেদিন তেমন কোনও ঘটনা ঘটেছিল কি না, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। সে কারণেই স্থানীয় তৃণমূল নেতাদের তলবের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও অভিযুক্তরা রক্ষাকবজ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এর পর আদালত নির্দেশ দেয় আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/LMNYrUI
Previous article
Next article
Leave Comments
Post a Comment