Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HdwLhYy
বঙ্গ BJP-তে এবার পালটা পুজোও, কোন্দলে নয়া ইন্ধন https://ift.tt/eNhzIbq

মণিপুষ্পক সেনগুপ্ত এতদিন ক্ষমতাসীন শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে পালটা রাজনৈতিক কর্মসূচি নিতে দেখা গিয়েছে বঙ্গ-BJPর বিক্ষুব্ধদের। এ বার 'পালটা' পুজোতেও সামিল হতে দেখা গেল দলের একাংশকে। সেই তালিকায় , শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতা-নেত্রীরাও রয়েছেন। BJP 'মনোভাবাপন্নদের' উদ্যোগে আয়োজিত নিউ টাউনের ওই পালটা দুর্গাপুজোয় দেখা যায়নি , মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় মাহাতো, অগ্নিমিত্রা পলের মতো দলের ক্ষমতাসীন শিবিরের নেতা-নেত্রীদের। তাঁরা হাজির ছিলেন সল্টেলেকের ইজেডসিসি'তে 'অফিসিয়াল' পুজোয়। অন্য দিকে, দিলীপ, শুভেন্দু, লকেটদের পাশাপাশি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা নিউ টাউনে দলীয় সমর্থকদের পুজো মণ্ডপেই সময় কাটিয়েছেন। তাঁরা সল্টলেকের 'অফিসিয়াল' মণ্ডপে ঢুঁ পর্যন্ত মারেননি। তবে রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যের মতো কয়েক জনকে দেখা গিয়েছে 'অফিসিয়াল' এবং 'আনঅফিসিয়াল'--দুই মণ্ডপেই। গেরুয়া শিবিরের অন্দরে এই পুজো-বিভাজন নতুন চর্চার বিষয় হয়েছে রাজনৈতিক মহলে। ২০২০ থেকে রাজ্য BJPর উদ্যোগে দুর্গাপুজো শুরু হয় সল্টেলেকের ইজেডসিসিতে। কিন্তু সেই পুজোয় দলের বহু নেতা-নেত্রীকে গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হয় না বলে BJPর একাংশের অভিযোগ। ফলে পালটা দুর্গাপুজো আয়োজনের ভাবনা-চিন্তা গত বছরই শুরু করেছিলেন দলের বিক্ষুব্ধরা। এ বছর তা বাস্তবায়িত হয়েছে নিউ টাউন মেলার মাঠে। ইজেডসিসির বদলে তাই নিউ টাউনের মণ্ডপেই ভিড় করেছিলেন সুকান্তর জমানায় বিভিন্ন কমিটি থেকে বাদ পড়া এবং বিক্ষুব্ধ BJP নেতা-নেত্রীরা। গত দু'বছর BJPর 'অফিসিয়াল' পুজোয় সংকল্প করেছিলেন দলের বর্ষীয়ান নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বছর তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। প্রতাপকে এ বছর তাই দেখা গিয়েছে নিউ টাউনে বিক্ষুব্ধদের পালটা পুজোতেই। যদিও প্রকাশ্যে কেউই এই পুজোকে ইজেডসিসির 'পালটা' বলতে চাইছেন না। তবে দলের নেতাদের উপস্থিতির হেরফেরে দু'টি পুজোর মধ্যে স্নায়ুযুদ্ধ স্পষ্ট। খাতায়-কলমে নিউ টাউনের পুজোর উদ্যোক্তা 'নিউ টাউন ইন্টেলেকচুয়ালস ও মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন'। এই সংগঠনের তরফে বরুণ বিশ্বাস বলেন, 'পালটা পুজো হিসেবে দেখি না। নিউ টাউন বাংলার ভবিষ্যৎ। সেই ভাবনাকে মাথায় রেখে BJPকর্মীদের নিয়ে পুজো। তাতে সামিল হয়েছিলেন BJP মনোভাবাপন্ন বিশিষ্টরাও। ইজেডসিসির পুজোর সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই।' রাজ্য BJPর মুখপাত্র শমীক ভট্টাচার্যেরও দাবি, 'এ সব অপপ্রচার। কোথাও BJPর পালটা পুজো হয়নি। বরং আমরা চাই BJP মনোভাবাপন্নদের পুজোর সংখ্যা আরও বাড়ুক।' তবে রাজ্য BJPর এক প্রবীণ নেতার পর্যবেক্ষণ, 'সল্টলেক থেকে নিউ টাউনের দূরত্ব বেশি নয়। অথচ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়রা নিউ টাউনের পুজোয় হাজির হলেও সল্টেলেকে দলের অফিসিয়াল পুজোয় গেলেন না। আবার সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা ইজেডসিসিতে গেলেও এক বারও নিউ টাউনে যাননি। এর থেকেই তো স্পষ্ট, দলের গোষ্ঠী সমীকরণ ঠিক কোন জায়গায় দাড়িয়ে!'
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HdwLhYy
Leave Comments
Post a Comment