সেতু বিপর্যয়কাণ্ডে দায়ভার নিল গুজরাটের বিজেপি সরকার https://ift.tt/O2gEkcS - MAS News bengali

সেতু বিপর্যয়কাণ্ডে দায়ভার নিল গুজরাটের বিজেপি সরকার https://ift.tt/O2gEkcS

গুজরাটে সেতু বিপর্যয়ের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় দুর্ঘটনায় দায়ভার নিল নরেন্দ্র মোদী ও অমিত শাহর নিজের রাজ্য। প্রসঙ্গত, তিনদিনের গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সেই সফরে মধ্যেই ঘটে বিপর্যয়। মোদীর সফরের মধ্যেই বিজেপি শাসিত গুজরাটে এই দুর্ঘটনার জেরে রীতিমতো হইচই পড়ে যায়। শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। দুর্ঘটনার খবর আসতেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। এর পরই বিপর্যয়ের দায়ভার প্রশাসনের বলে জানিয়ে দেয় গুজরাট সরকার। বিশেষজ্ঞদের দাবি, বিধানসভা ভোটের মুখে এই ঘটনায় বিরোধীদের মুখ বন্ধ করতেই এই পদক্ষেপ করল পদ্ম-শিবির। সেতু বিপর্যয়ের ঘটনায় এরপর সরকারের তরফে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মনে করছেন তাঁরা। রবিবার সন্ধ্যা নাগাদ আচমকাই হুড়হুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ওই ঝুলন্ত সেতু। প্রশাসনের দাবি, ওই সময় সেতুর উপর ছিলেন প্রায় ৫০০ জন। এদের মধ্যে শতাধিক মানুষ ছিটকে নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিছু মানুষকে সেতুর ছেঁড়া তার ধরে উপরে ওঠার চেষ্টা করতেও দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই নদী থেকে ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে গুজরাট প্রশাসন। আহত ১৫ জন ভর্তি হাসপাতালে। তবে এখনও অনেকে উদ্ধার করা যায়নি বলে প্রশাসন সূত্রে খবর। মাছু নদীতে উদ্ধারে ডুবুরিদেরও পাঠানো হয়েছে। গুজরাটের সেতু বিপর্যয়ের ঘটনার খবর সামনে আসতেই এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, “গুজরাটের মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয়ের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনায় নিরীহ বহু মানুষের মৃত্যু হয়েছে। আটকে পড়েছেন আরও অনেকে।” নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ওই ঝুলন্ত সেতুর সংস্কার করা হয়েছিল। গত ২৬ অক্টোবর ফের তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। সংস্কারের পাঁচ দিনের মাথায় কীভাবে তা ভেঙে পড়ল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গুজরাট ক্যাবিনেটের সদস্য ব্রিজেশ মের্জা বলেন, “ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আমরা রীতিমতো হতবাক।” এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে গুজরাট প্রশাসন। অন্যদিকে কেন্দ্রের তরফে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে দেবে নরেন্দ্র মোদী সরকার।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QydrpqL

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads