অবসরের পর মাদকে ডুব, জীবনের রহস্য ফাঁস ওয়াসিম আক্রমের https://ift.tt/xqhuX7Z - MAS News bengali

অবসরের পর মাদকে ডুব, জীবনের রহস্য ফাঁস ওয়াসিম আক্রমের https://ift.tt/xqhuX7Z

ক্রিকেটই ছিল তাঁর ধ্যানজ্ঞান। ক্রিকেট খেলেই কেরিয়ার তৈরি করেছিলেন। কিন্তু অবসরের পর ক্রিকেটের সেই রোমাঞ্চ ও উত্তেজনার অভাব দারুণভাবে অনুভব করছিলেন ওয়াসিম আক্রম। রোমাঞ্চ আর উত্তেজনা থেকে দূরে থাকাটা তাঁকে মাদকের দিকে ঠেলে দেয়। খেলা ছাড়ার পর মাদকাসক্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ডুবে গিয়েছিলেন নেশায়। নিয়মিত মাদক সেবন তাঁকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। নিজের আত্মজীবনী সেই মাদক সেবনের কথা স্বীকার করেছেন স্বয়ং ওয়াসিম আক্রম। আত্মজীবনীতে তিনি তাঁর কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের অন্যান্য বিতর্কিত দিকগুলির উপরও আলোকপাত করেছেন। এই কিংবদন্তি তাঁর বইয়ে প্রথমবারের মতো মাদকাসক্তির কথা স্বীকার করেছেন। সেই কথাই তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'ইংল্যান্ডের একটি পার্টিতে আমি প্রথম মাদকের সঙ্গে জড়িয়ে পড়ি। ওই পার্টিতে আমাকে মাদক সেবন করতে দেওয়া হয়েছিল। প্রথমে আমাকে সামান্য দেওয়া হয়েছিল। সেই পার্টির পর থেকে আমার মাদক সেবনের মাত্রা বাড়তেই থাকে।' মাদক আসক্তি ক্রমশ তাঁর শরীর এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে। আক্রম স্বীকার করেছেন, আসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাঁর কাজ করার জন্য মাদক সেবন করা দরকার। স্ত্রী হুমার মৃত্যুর পরেই মাদক সেবন করা বন্ধ করে দেন আক্রম। প্রয়াত স্ত্রী হুমার কথা উল্লেখ করে নিজের আত্মজীবণীতে আক্রম লিখেছেন, 'এই মাদক সেবন আমাকে অস্থির করে তুলত। এটা আমাকে প্রতারক করে তুলেছিল। আমার প্রয়াত স্ত্রী হুমাই প্রথম আবিস্কার করেছিল যে আমি মাদকাসক্ত হয়ে পড়েছি। সেই সময় অধিকাংশ সময়ই আমি বিদেশে থাকতাম। হুমা সন্তানদের নিয়ে করাচিতে ওর বাবা-মা'র কাছে থাকত। আমাকে বার বার করাচিতে যাওয়ার কথা বলত। কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে করাচিতে যেতে চাইতাম না। নানা রকম অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতাম। কারণ গেলে আমি মাদক নিতে পারতাম না।' স্ত্রীর মৃত্যুর পর মাদক সেবন ছেড়ে দেওয়ার এবং জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্ত্রী হুমার অনুপ্রেরণাই তাঁকে এই কাজে সাহায্য করেছিল বলে আত্মজীবনীতে লিখেছেন আক্রম। তিনি লিখেছেন, 'আমাকে মাদক ছেড়ে দেওয়ার জন্য হুমা অনেক চেষ্টা করেছিল। প্রথম দিকে ওর কথা গুরুত্ব দিতাম না। কিন্তু ওর মৃত্যু আমাকে গভীরভাবে নাড়া দিয়ে গিয়েছিল। হুমার মৃত্যুর পর আমি মাদক সেবন পুরোপুরি ছেড়ে দিই।'


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/guL2YHF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads