Bengali News
Bengali News Live Today
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/IbGOvX8
উপহরর হতর উপর নরযতন! রগ আগন হয় ক নরদশ থই রজর? https://ift.tt/znqSN3O

দু'দশক আগে বন্ধু দেশ শ্রীলঙ্কাকে হাতি উপহার দিয়েছিল থাইল্যান্ড। দ্বীপরাষ্ট্রের একটি বৌদ্ধ মন্দিরে ছিল সেই গজরাজ। আচমকাই উপহার হিসেবে দেওয়া দাঁতালটিকে দেশে ফেরানোর হুকুম দিলেন থাইল্যান্ডের রাজা। সেই মতো হাতিটিকে বিশেষ বিমান ফেরত পাঠাল রনিল বিক্রমাসিংঘের সরকার। থাই রাজার তরফে উপহার হিসেবে পাঠানো ওই গজরাজের নাম 'মুথু রাজা'। গত রবিবার বছর ২৯-র দাঁতালটিকে কার্গো বিমানে চিয়াং মাই প্রদেশে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য ২০০১ থাই রাজ পরিবারের তরফে বন্ধুত্বের প্রতীক হিসেবে শ্রীলঙ্কা সরকারকে মোট তিনটি হাতি উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এই দলের মধ্যেই ছিল 'মুথু রাজা'। দক্ষিণ পূর্ব এশিয়ার দু'টি দেশেই হাতিকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। উপহার হিসেবে দেওয়া হাতিকে কেন ফেরত চেয়ে পাঠালেন থাই রাজা? হাতিটির সামনের পায়ের জয়েন্টে জখম রয়েছে। ফলে দাঁতালটির চিকিৎসা করা হবে বলে জানিয়েছে সরকার। শ্রীলঙ্কার প্রাণী অধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, 'মুথু রাজা'-কে দিয়ে গাছের বড় বড় গুঁড়ি টানানো হত। এই কাজ করতে গিয়েই হাতিটি পায়ে চোট পায়। কিন্তু সেই আঘাতের চিকিৎসা না করেই দাঁতালটিকে দিয়ে সমানে কাজ করিয়ে যাওয়া হচ্ছিল। এর জেরে একটা সময় হাতিটি পা পুরোপুরি অসাড় হয়ে পড়ে। গত বছরের নভেম্বরে পায়ের ব্যথায় কাতর হয়ে পড়ে 'মুথু রাজ'। ফলে তাকে মন্দির থেকে সাময়িকভাবে সরিয়ে শ্রীলঙ্কার ন্যাশনাল জুলজিক্যাল গার্ডেনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রমাসিংঘের সরকারের দাবি, সেখানে হাতিটির চিকিৎসা করা হয়। ধীরে ধীরে গজরাজটি সেরেও উঠছিল বলেও দাবি করেছেন তাঁরা।যদিও এই খবর জানার পরই হাতিটিকে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয় থাইল্যান্ড সরকার। তাঁদের অভিযোগ, শ্রীলঙ্কার বন দফতরের গাফিলতিতেই জখম হয়েছে হাতিটি। দাঁতালটিকে সম্পূর্ণ সুস্থ করতে হাইড্রোথেরাপি করা হতে পারে। এছাড়া লেজার চিকিৎসা বা আকুপাংচারের সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। রবিবার হাতিটিকে থাইল্যান্ডে ফিরিয়ে নিয়ে যেতে বিশেষ একটি স্টিলের খাঁচা আনা হয়। সেটাইতেই 'মুথু রাজা'-কে উঠতে হয়েছিল। পরে খাঁচা সমেত দাঁতালটিকে বিমানে তোলা হয়।
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/IbGOvX8
Previous article
Leave Comments
Post a Comment