শীতের সময় রেকর্ড গরম! ৩৬ ডিগ্রির বেশি তাপমাত্রার পুড়ছে মুম্বই https://ift.tt/WKXr0vZ - MAS News bengali

শীতের সময় রেকর্ড গরম! ৩৬ ডিগ্রির বেশি তাপমাত্রার পুড়ছে মুম্বই https://ift.tt/WKXr0vZ

আবহাওয়ার খামখেয়ালিপোনা অব্যাহত। শীতের আভাস তো দূর, অক্টোবরেও ঘাম ছুটছে মুম্বইবাসীর। অক্টোবর মাসের ১৮ তারিখ মুম্বইতে তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত অক্টোবরে মুম্বইতে এই তাপমাত্রা সর্বোচ্চ, জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। IMD-এর সান্তাক্রুজ অবজারভেটারির তরফে , বুধবার মুম্বই শহরতলির তাপমাত্রা ও অন্যান্য অন্যান্য আবহাওয়ার পরামিতিগুলি ট্র্যাক করে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। IMD-এর বিজ্ঞানী সুষমা নায়ার বলেন, 'অক্টোবর মাসে এই তাপমাত্রা চলতি মরশুমে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।' দ্বীপ শহরগুলির তাপমাত্রা ও অন্যান্য় আবহাওয়া সংক্রান্ত পরিমিতিগুলি নিরীক্ষণ করে কোলাবা অবজারভেটরি। তাদের তরফে সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, জানিয়েছে আইএমডি। প্রসঙ্গত, অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে। । বাংলা এবং ওড়িশা উপকূলে এর প্রভাব পড়তে পারে নবমী ও দশমীতে। ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও এই আরব সাগরের সিস্টেমের বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই আবহাওয়াবিদদের একাংশের। আপাতত চার থেকে পাঁচ দিন শুষ্কই থাকবে আবহওয়া। উত্তরবঙ্গের দুই এক জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প আরও কমে যাবে। জানিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়াবিদদের অনুমান, মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। অনুভূত হতে পারে উত্তুরে হাওয়ার প্রভাব। পশ্চিমের জেলাগুলিতে শীতের হালকা অনুভূতি সকাল থেকে সন্ধ্যা অনুভূত হবে। দক্ষিণ বঙ্গের উপকলূ এবং সংলগ্ন জেলাগুলিতে নবমী ও দশমীতে সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, উপকূল এবং সাত জেলায় সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। কেরল উপকূল ও লাক্ষাদ্বীপে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরবসাগরে এই ঘূর্ণাবর্ত পরিবর্তিত হবে আরও শক্তিশালী নিম্নচাপে। ২১ অক্টোবর এই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপটি। আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা । বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সপ্তমীর দিন। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ এগোবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে। শক্তি বাড়িয়ে এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা এই নিম্নচাপের।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/kZSD69E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads