সেহওয়াগ-যুবরাজদের কেন দলে নিয়েছিলেন সৌরভ? জানালেন আসল কারণ https://ift.tt/IukhSLN - MAS News bengali

সেহওয়াগ-যুবরাজদের কেন দলে নিয়েছিলেন সৌরভ? জানালেন আসল কারণ https://ift.tt/IukhSLN

ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। একটা সময় ক্রমশ ম্যাচ গড়াপেটার কাদায় ডুবতে বসেছিল। সেইসময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই টিম ইন্ডিয়া আবারও ঘুরে দাঁড়ায়। তবে সৌরভ একেবারে নিজের মতো করে একটা নতুন ভারতীয় ক্রিকেট দল গড়ে তুলেছিলেন। সেই দলের তারকা ক্রিকেটাররা (তৎকালীন তরুণ তুর্কি) ছিলেন , , হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফ এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। যদিও ধোনি কিছুটা পরেই ভারতীয় ক্রিকেট দলে এন্ট্রি নিয়েছিলেন। কিন্তু, অনেকেই প্রশ্ন করেন যে কোন মাপকাঠিতে সেহওয়াগ-যুবরাজদের দলে নিয়েছিলেন সৌরভ? শুধুমাত্র প্রতিভা না অন্য কিছুও মাপকাঠি ছিল ভারতীয় ক্রিকেট দলে পা রাখার। সম্প্রতি সৌরভ এই ব্যাপারেই মুখ খুললেন।BeerBiceps নামে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক। সেখানেই সৌরভ বললেন, 'আমি যে দলটা তৈরি করেছিলাম, সেটাই আমার চিন্তা-ভাবনারই প্রতিফলন ছিল। ওদের মধ্যে যথেষ্ট প্রতিভা ছিল। সেকারণে যত দিন এগিয়েছে, ওরা নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে পেরেছে।'এরপর সৌরভ বললেন, 'আমি একটা কথা মনে-প্রাণে খুব বিশ্বাস করি। সুযোগ ছাড়া কখনই নিজের প্রতিভা দেখানো সম্ভব নয়। অনেক তো প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। তাঁদের অর্ধেকও সঠিক সুযোগ পান না। আমি ওদের নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছিলাম। আর সেকারণে ওরা প্রত্যেকেই এক একজন লিডার ছিল। এটা শুধুমাত্র সৌরভের দল ছিল না। ওদের বুঝিয়েছিলাম যে এটা তোমাদেরও দল। সুতরাং সেভাবেই খেলো। এরফলে ওরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছিল। সর্বোপরি গোটা দলের শরীরী ভাষা একেবারে বদলে গিয়েছিল।'সবশেষে তিনি বললেন, 'আমার ক্যাপ্টন্সির একটা নিজস্ব স্টাইল ছিল। সবসময় একটাই কথা মনে করতাম, যে খেলবে সে জেতাতেও পারবে। কেউ ভালো খেললে কখনই ম্যাচ ড্র হতে পারে না। রান করলে জয় আসবেই। সবাই তো হারছে। তবে যেদিন ভালো খেলতে পারবে, সেদিন অবশ্যই জয় আসবে। আমি আমার দলে এমনই ক্রিকেটার চেয়েছিলাম। হতে পারে আমি খানিকটা জুয়া খেলার মানসিকতা নিয়েছিলাম। যে করেই হোক জিততে হবে। কারণ, হেরে গেলে কেউ আর মনে রাখবে না। কিন্তু, জিতলে সবাই মনে রাখবে। ফলে সেহওয়াগ-যুবরাজদের একারণেই আমি দলে নিয়েছিলাম যে ওরা মেরেই খেলতে পারে।'এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে বহু রেকর্ডই কায়েম করেছেন। তারমধ্যে এমনও কয়েকটা রেকর্ড রয়েছে, যা ভাঙা একেবারেই সহজ নয়। সৌরভ একদিনের ক্রিকেট বিশ্বকাপের এক ম্যাচে সবথেকে বেশি রানের রেকর্ড কায়েম করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে তিনি ১৮৩ রান করেন। অভিষেক টেস্ট ম্যাচেও শতরান করেছিলেন তিনি। পাশাপাশি তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি পরপর চারটে ওয়ান ডে ম্যাচে সেরার খেতাব অর্জন করেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। তিনি টেস্ট ক্রিকেটে ৭,২১২ রান করেছেন। পাশাপাশি ৩২টি উইকেট শিকার করেছেন। একদিনের ক্রিকেটে তিনি ১১,৩৬৩ রান করার পাশাপাশি ১০০ উইকেট নেন। এছাড়া তিনি ৭৭টি টি-২০ ম্যাচে ১,৭২৬ রান এবং ২৯ উইকেট শিকার করেছেন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/4SgMneY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads