ইউক্রেন আক্রমণের প্রভাব, ফিফার পর এবার অলিম্পিকের ইভেন্ট থেকেও বাদ রাশিয়া https://ift.tt/gbtxkhf - MAS News bengali

ইউক্রেন আক্রমণের প্রভাব, ফিফার পর এবার অলিম্পিকের ইভেন্ট থেকেও বাদ রাশিয়া https://ift.tt/gbtxkhf

এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রীড়া জগতেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। এবার রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদ ও অফিসিয়ালদের উপর নিষেধাজ্ঞা জারি করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC)। অলিম্পিক গেমস, প্যারালিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে থেকে ব্যান করা হল পুতিনের দেশকে। ইউরোপের কোনও ইভেন্ট বা টুর্নামেন্টে অংশ নিতে পারবে পুতিনের দেশ। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে বেলারুশকেও। তবে রাশিয়া বা বেলারুশের ক্রীড়াবিদ ও আধিকারিকদের অন্য কোনও মহাদেশে আয়োজিত অলিম্পিক্সের ইভেন্টে অংশ নিতে বাধা নেই। নিষেধাজ্ঞা জারি হয়েছে কেবলমাত্র ইউরোপের জন্য। এই পরিস্থিতিতে অলিম্পিকের অন্দরে যে সংকট তৈরি হয়েছে তা এখনই মেটানো কঠিন। IOC-র এগজিকিউটিভ বোর্ড বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশন ও ক্রীড়া সংগঠকদের উদ্দেশে সাফ বার্তা দিয়েছে। তাঁদের কথায়, '' রাশিয়া ও বেলারুশের অ্যাথলিট ও অফিসিয়ালদের কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে দেওয়া যাবে না। যদি তাঁরা নিরপেক্ষ দল বা নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে অংশ নিতে চান তাহলে আসতে পারেন । কিন্তু জাতীয় পতাকা, রং, চিহ্ন এবং জাতীয় সংগীত বর্জন করতে হবে।'' দ্রুত এই পদক্ষেপ করতে হবে বলে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলিকে তাদের মতো করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে IOC। প্রসঙ্গত ফিফাও একই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াকে ফিফা অনুমোদিত টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না। রাশিয়ান ফুটবল ইউনিয়ন নামে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হবে। তারপরও রাশিয়াকে বয়কট করছে অনেক দেশ। বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। এখন দেখার অলিম্পিক কমিটির এই ঝঝ্ঞাট কী ভাবে সামাল দেয় রাশিয়া। ক্রীড়াবিদ, অফিসিয়াল সহ বিশ্বজুড়ে অলিম্পিক আন্দোলনের সঙ্গে জড়িত থাকা সকলে যাঁরা ইউক্রেনে শান্তির পক্ষে সওয়াল করেছেন তাঁদের। বিবৃতিকে স্বাগত জানিয়েছে IOC। একইসঙ্গে অলিম্পিক কমিটি ইউক্রেনের শান্তির পক্ষে সওয়াল করে ,IOC প্রেসিডেন্টও শান্তির পক্ষে সওয়াল করে বলেছেন, "Give peace a chance."। পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমাদের সন্তানদের জন্য উন্নততর বিশ্ব সুনিশ্চিত করতে হবে। বিশ্বে শান্তির প্রার্থনা করছি। ইউক্রেনের জন্যই সিআর সেভেনের এই বক্তব্য বলে অভিমত ফুটবল-বিশ্বের।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/FikMV1E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads