সঙ্কটে ক্যাপ্টেন্সি, সেঞ্চুরির খরা! কিং কোহলির অগ্নিপরীক্ষা মিশন আফ্রিকা https://ift.tt/32CWBkz - MAS News bengali

সঙ্কটে ক্যাপ্টেন্সি, সেঞ্চুরির খরা! কিং কোহলির অগ্নিপরীক্ষা মিশন আফ্রিকা https://ift.tt/32CWBkz

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। করোনা এবং ওমিক্রনের কারণে এই টেস্ট সিরিজ কিছুটা হলেও ছোটো করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তিন ম্য়াচের এই টেস্ট সিরিজ। ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি। এই পরিস্থিতিতে এবং রাহুল দ্রাবিড় জুটির সামনে যে একটা বড়সড় অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট দলের। যদি বিরাট কোহলির কথা বলতে হয়, তাহলে এই সিরিজটা তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগেই তাঁকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তার আগে তিনি নিজেই টি-২০ ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। বিরাট কোহলির থেকে যেভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, সেটা যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। টেস্ট ক্রিকেটে 'হিট' বিরাট কোহলির ক্যাপ্টেন্সি টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যে কতটা সফল, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। কয়েকটা সিদ্ধান্ত যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে কোহলির নেতৃত্ব ভারতীয় ক্রিকেটে যে একটা নয়া উন্মাদনা তৈরি করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধুমাত্র 'মুখে মারিতং জগৎ' নয়, রেকর্ডই সেকথা বলে। বিরাট এখনও পর্যন্ত ৬৬টি টেস্ট ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। তারমধ্যে ৩৯ টেস্ট ম্যাচে তিনি জয়লাভ করেছেন। আর হারতে হয়েছে ১৬টি টেস্ট ম্যাচে। ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলিই সবথেকে বেশি ম্যাচে জয়লাভ করেছেন। কবে আসবে বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি অধিনায়ক বিরাট কোহলির থেকে সরে এসে এবার ব্যাটসম্য়ান বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করা যাক। তাঁর ব্যাটে ছন্দ দেখতে পাওয়া গেলেও বড় রান দেখতে পাওয়া যাচ্ছে না। গত ২ বছর ধরে বিরাটের ব্যাট থেকে কোনও শতরান দেখতে পাওয়া যায়নি। তবে দক্ষিণ আফ্রিকায় সামান্যতম হলেও আশা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর ব্যাট বরাবরই সচল। এই পরিস্থিতিতে বিরাট কোহলির কাছে তিনটে টেস্ট ম্যাচ এবং তিনটে একদিনের ম্য়াচে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ২০১৯ সালের নভেম্বর মাসে বিরাটের ব্যাট থেকে শেষ শতরানটি এসেছিল। বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। বিরাটের শেষ একদিনের সেঞ্চুরি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এসেছিল


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32iSASR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads