Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32veiCW
ভারত থেকে বাংলাদেশে ফিরতে গিয়ে ধৃত ১০ https://ift.tt/3qjn8LW
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে ফিরতে গিয়ে -র হাতে ধরা পড়ল ১০ জন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ তারা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বলে অভিযোগ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল তারা এমনটাই খবর। সে সময়ই বর্ডার গার্ড তাদের আটক করে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সাতজন মহিলা এবং বাকিরা যুবক। BGB জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক।ধৃতদের নাম, মহম্মদ সোহাগ (৩২), সুমি (২৯), মহম্মদ মিন্টু মিয়া (৩৮), তুহিন (৩৩), মাবিয়া (২৫), রোজিনা খাতুন (৩২), পারুল (২২), পাখি আক্তার (৩৩), আবদুল্লাহ শেখ (১৭), স্বাপ্নায়ারা খানম (২৬), সোনিয়া আক্তার (২৭)। জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে সাহায্য করার অপরাধে পাকড়াও করা হয়েছে রাজু আহম্মদ নামের এক ব্যক্তিকেও। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতবর্ষে যাতায়াতের কারণে যথোপযুক্ত আইনে ব্যবস্থা নিয়েছে মহেশপুর থানার পুলিশ। গত চার বছরে বাংলাদেশ থেকে ভারতে যতজন প্রবেশ করেছেন, তার চেয়ে বেশি মানুষ ফিরেছে। ২০২০ সালে ও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এমন তথ্যই দিয়েছিল। জানা গিয়েছে, বিগত কয়েক বছরে ফিরে যাওয়ার সময় BSF এর হাতেও প্রচুর মানুষ ধরা পড়েছে। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ধরা পড়েছিল মোট তিন হাজার ১৭৩ জন। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়েছিল এক হাজার ১১৫ জন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32veiCW
Previous article
Next article
Leave Comments
Post a Comment