৪ পুরনিগমের নির্বাচন: আজ সর্বদল বৈঠক https://ift.tt/3muU9Uz - MAS News bengali

৪ পুরনিগমের নির্বাচন: আজ সর্বদল বৈঠক https://ift.tt/3muU9Uz

এই সময়: আদালতে দেওয়া কথা মতো আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ, সোমবার এই চার পুরনিগমের ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তার পরে সাংবাদিক বৈঠকে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করার কথা তাঁর। এই পুর নিগমগুলি হলো - , চন্দননগর, ও আসানসোল। একই সঙ্গে পুরনিগমের ভোট করতে চেয়েছিল কমিশন। আদালতকে তা জানানো হয়েছিল। কিন্তু হাওড়া পুরনিগম ভেঙে বালি পুরসভা পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যার জেরে হাওড়া পুরনিগমের ওয়ার্ড বা আসন সংখ্যা এক ধাক্কায় ৬৬ থেকে কমে হয়েছে ৫০। এ জন্য পুর আইন সংশোধনের প্রয়োজন। সেইমতো সংশোধনী বিল বিধানসভায় গৃহীত হলেও এখনও রাজ্যপাল তাতে সই করেননি। তাই ওই পুরনিগমে এখন ভোট হচ্ছে না। প্রক্রিয়াগত কারণে বালি পুরসভাতেও এখনই ভোট হওয়া কঠিন। কমিশন সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি ভোট করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ২৯ ডিসেম্বর, বুধবার। অর্থাৎ ওই দিনই মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হবে। এ নিয়ে রাজ্যের সঙ্গে কমিশনের প্রাথমিক কথা হয়ে গিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৬ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন। ৭ জানুয়ারি স্ক্রুটিনি বা মনোনয়নপত্র পরীক্ষা ও ৮ জানুয়ারি তা প্রত্যাহারের শেষ দিন। চার পুরনিগমের মধ্যে সবচেয়ে বেশি দিন প্রশাসক বসানো রয়েছে চন্দননগরে। ২০১৮-র ২৫ অগস্ট তৎকালীন মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুরনিগমে বোর্ড ভেঙে দেওয়া হয়য়। যদিও বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০-র মে মাসে। বাকি তিন পুরনিগমের মেয়াদ অবশ্য নির্দিষ্ট সময়েই ২০১৯ থেকে ২০২০-র বিভিন্ন মাসে শেষ হয়েছে। এই ভোট পর্ব মিটলেই রাজ্য নির্বাচন কমিশন মেয়াদ উত্তীর্ণ আরও ১০৬ পুরসভার নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। আদালতে কমিশন জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তারা সেই ভোট করতে চায়। এ ব্যাপারে রাজ্যেরও সায় রয়েছে। সদ্যগঠিত উত্তরবঙ্গের আরও দুই পুরসভার ভোটও করা হবে। এই দুই নতুন পুরসভা হলো ময়নাগুড়ি ও ফালাকাটা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3sGxtol
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads