OC-র টেবিলে পা তুলে ক্ষমতা প্রদর্শনের হুমকি তৃণমূল বিধায়কের! https://ift.tt/32Ad3C8 - MAS News bengali

OC-র টেবিলে পা তুলে ক্ষমতা প্রদর্শনের হুমকি তৃণমূল বিধায়কের! https://ift.tt/32Ad3C8

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রে ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। এবার থানার OC-র টেবিলের উপর পা তুলে তাঁকে বিধায়কের ক্ষমতা দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবীর। এমনকি বদলিরও হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি হুমায়ুন কবীরের এক দলীয় কর্মীসভার ভিডিয়োতে এমনটাই শোনা যাচ্ছে। যা নিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিতর্ক আর কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের বিধায়ক। এমনকি আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে দল থেকে সাসপেন্ডও হয়েছিলেন তিনি। তবু বেফাঁস মন্তব্যে দাঁড়ি টানেননি বিধায়ক। এবার পুলিশকর্মীকে হুঁশিয়ারি দিয়ে আবারও সংবাদ শিরোনামে। যদিও হুমায়ুন কবীরের OC-কে হুমকি দেওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘এই সময় ডিজিটাল’ভিডিয়োটিতে ঠিক কী রয়েছে? শনিবার ভরতপুরে দলীয় কার্যালয়ে এক কর্মীসভা করেন বিধায়ক Humayun Kabir। সেখানেই দলের প্রাক্তন যুব সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজানকে ভরতপুর থানার OC-র ফোন করে সতর্ক করা প্রসঙ্গে পাল্টা হুমকি দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘টারজানকে OC ফোন করেছিল। আমার কথা OC-কে বলতে বলেছি টারজানকে। বলেছি, তোমাকে (OC) দালালি বন্ধ করতে হবে, যদি OC থাকার ইচ্ছা থাকে। বাড়াবাড়ি করলে ৪৮ ঘণ্টার মধ্যে বদলি করাতে বাধ্য করব। আমি থানার সামনে বসব। OC-র টেবিলে পা তুলে দিয়ে বুঝিয়ে দেব হুমায়ুন কবীর কে! তখন বলবে, ভাটপাড়ায় ভাল ছিলাম, ওখানেই চলে যাব।’ অন ক্যামেরায় থানার OC-কে হুমকি দিয়ে দলীয় কর্মী-সমর্থকদের হাততালিও কুড়োন হুমায়ুন কবীর। এরপর এলাকায় নিজের ক্ষমতা জাহির করে আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমি অন্যায় বরদাস্ত করি না। কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে আমি ছেড়ে কথা বলব না। তাতে আইন-শৃঙ্খলার অবনতি হলে প্রশাসন দায়ী থাকবে। বিধায়কই এখানে শেষ কথা। রাজ্য ও দলের শীর্ষ নেতৃত্ব যতক্ষণ আমাকে আলাদাভাবে কোনও নির্দেশ না দেবে ততক্ষণ আমিই এখানে শেষ কথা বলব।’ পুলিশ আধিকারিককে তুলোধনা করে তৃণমূলের বিধায়কের হুমকি দেওয়ার ভিডিয়োটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিষয়টিকে ইস্যু করে শাসকদলের বিরুদ্ধে ময়দানেও নেমেছেন বিরোধীরা। যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি বলেই এড়িয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/30XHSjO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads