Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eve9lj
‘এবার আসল বিরাটকে দেখবে,’ প্রথম টেস্টের আগে হুঙ্কার কোচের https://ift.tt/3pqtOIX
এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে চর্চায় একটাই নাম। তা হল বিরাট কোহলি। অফ ফর্ম, সেঞ্চুরি না পাওয়া, অশ্বিনকে না খেলানো, বিশ্বকাপে শোচনীয় ফল, অধিনায়কত্ব বিতর্ক সব মিলিয়ে কিছুটা তালগোল পাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট ও বিরাট কোহলি। এবার সামনে দক্ষিণ আফ্রিকার মত কঠিন পরীক্ষা। যেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ বিরাটের সামনে। ২০১৮ সালে যখন শেষবার বিরাট দক্ষিণ আফ্রিকা সফরে আসেন তখন তিনি ১৫৩ রানের দারুণ ইনিংস খেলেন। এবার তিনি নামবেন আরও পরিণত ও অভিজ্ঞ হয়ে। দীর্ঘদিন ধরে খোঁচা খেয়ে চলা একটা বাঘ হয়ে। ২০১৯ থেকে নেই শতরান। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে কাজ করেছে সাদা বলের অধিনায়কত্ব থেকে বিদায় হওয়া। বর্তমানে ৭০টা আন্তর্জাতিক শতরান রয়েছে কোহলির ঝুলিতে। রিকি পন্টিয়ের কাছে রয়েছে ৭১টা শতরান। গতবার দক্ষিণ আফ্রিকায় মোট ৫টা ইনিংস ব্যাট করে কোহলি করেছিলেন ৫৫৮ রান। গত ৫৫.৮০। কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা মনে করেন, কোহলি দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের সামনে নিজের পুরনো ছন্দে ফিরে আসবে। তিনি বলেন, ‘গতবার বিরাট সেঞ্চুরিয়ানে একটা দারুণ ইনিংস খেলেন। আমি আশা করি এবারও ও সেটাই করবে। ওর সব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওকে পুরনো রূপে দেখতে। ও এখন পরিণত মানুষ। দীর্ঘদিন ধরে ও অধিনায়কত্ব করছে। রান করার ব্যাপারে ও প্যাশনেট। এইবার ভক্তরা আসল বিরাটকে দেখতে চায়।’ প্রথম টেস্টে দল গঠণ নিয়ে রাজকুমার শর্মা জানান, রাহানে, পূজারা ও শ্রেয়স আইয়ারের মধ্যে বাছা কঠিন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে শ্রেয়স নিজের জায়গা পাকা করেছে জাতীয় দলে। ভারত যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিততে মরিয়া সেখানে বিরাটের ছোটোবেলার কোচ মনে করেন এবার বোলিং ইউনিট ম্যাচ জেতাতে বড় ভূমিকা নেবে। তিনি বলেন, ‘ভারতের বোলিং ইউনিট খুব শক্তিশালী। ওরা ২০টা উইকেট তোলার ক্ষমতা রাখে। বুমরাহ, সিরাজ ও শামির জুটি খুবই শক্তিশালী। সিরাজ যেভাবে খেলে দলে নিজের স্থান পাকা করেছে তা প্রশংসনীয়।’ সেঞ্চুরিয়নের প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্ট হবে জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ৩ জানুয়ারি থেকে হবে ম্যাচ। তৃতীয় টেস্ট হবে কেপ টাউনে ১১ জানুয়ারি থেকে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eve9lj
Previous article
Next article
Leave Comments
Post a Comment