জানুয়ারিতে 16 দিন বন্ধ ব্যাঙ্ক! গ্রাহকরা তারিখ জেনে রাখুন https://ift.tt/3HaK1Ih - MAS News bengali

জানুয়ারিতে 16 দিন বন্ধ ব্যাঙ্ক! গ্রাহকরা তারিখ জেনে রাখুন https://ift.tt/3HaK1Ih

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের Bank Holiday List প্রকাশ করল (Reserve Bank of India)। এই তালিকা অনুসারে, 2022 সালের জানুয়ারি মাসে মোট 31 দিনের মধ্যে 16 দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে পাঠকেরা মনে রাখবেন, গোটা দেশ জুড়ে এই 16 দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে না। ভিন্ন ভিন্ন রাজ্য মিলে জানুয়ারি মাসে মোট 16 দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। RBI-এর তরফে এমন করেই ছুটির তালিকা সামনে আনা হয়। তাই এব্য়াপারে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। এক এক রাজ্যে এক এক দিন এই ছুটি বাতিল থাকে। উল্লেখ্য পাঁচটি রবিবার ছাড়াও জানুয়ারি মাসে মোট 2টি জাতীয় ছুটির দিন রয়েছে। পাঁচটি রবিবার পড়েছে 2,9,16,23,30 জানুয়ারি। এছাড়াও RBI-এর গাইডলাইন অনুসারে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক -
তারিখ কোথায় বন্ধ কী কারণ
1 জানুয়ারি গোটা দেশজুড়ে নিউ ইয়ার
2 জানুয়ারি গোটা দেশজুড়ে রবিবার
4 জানুয়ারি সিকিম লোসং
8 জানুয়ারি গোটা দেশজুড়ে মাসের দ্বিতীয় শনিবার
11 জানুয়ারি মিজোরাম মিশনারি ডে
12 জানুয়ারি পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জন্মদিন
14 জানুয়ারি একাধিক রাজ্যে মকর সংক্রান্তি/ পোঙ্গাল
15 জানুয়ারি পুদুচ্চেরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু মকর সংক্রান্তি/ মাঘী সংক্রান্তি/ পোঙ্গাল/ ত্রিরুভুল্লা ডে/সংক্রান্তি
16 জানুয়ারি গোটা দেশজুড়ে রবিবার
18 জানুয়ারি চেন্নাই থাই পোসাম
22 জানুয়ারি গোটা দেশজুড়ে মাসের চতুর্থ শনিবার
23 জানুয়ারি বেশ কয়েকটি রাজ্য নেজাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন
23 জানুয়ারি গোটা দেশজুড়ে রবিবার
26 জানুয়ারি গোটা দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস
30 জানুয়ারি গোটা দেশজুড়ে রবিবার
31 জানুয়ারি অসম মে দাম মে ফি
প্রসঙ্গত, Reserve Bank of India-এর যাবতীয় ব্যাঙ্কের ছুটি তিনটি নির্দিষ্ট ধারার মধ্যেই পড়ে। এই তিনটি ধারা হল Holiday under Negotiable Instruments Act; Holiday under Negotiable Instruments Act and Real Time Gross Settlement Holiday; and Banks’ Closing of Accounts। এই ধারা মেনেই সারা দেশে ব্যাঙ্কগুলিকে ছুটি দেওয়া হয়। তবে, এই কদিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও ডিজিটাল লেনদেনে কোনও বাধা নেই। ফলে ছুটির দিন থাকলেও বিশেষ অসুবিধা হবে না গ্রাহকদের।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qt5jKH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads