Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HdEyAI
বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে খুনের চেষ্টা https://ift.tt/3JtFT8u
এই সময় ডিজিটাল ডেস্ক: বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার শহরে শনিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও একাজ করে রেহাই পায়নি ওই যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রশান্ত দাস। রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের কাশীবাটি এলাকার বাসিন্দা প্রশান্ত তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশকর্মী মনোরঞ্জন দাসকে ছুরি দিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মনোরঞ্জন দাস। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রশান্ত দাসকে গ্রেফতার করা হয়েছে। যদিও কেন প্রশান্ত অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী মনোরঞ্জন দাসের দুই ছেলে। বড় ছেলে ব্যবসা করেন এবং ছোট ছেলে সিভিক পুলিশকর্মী। তাঁদের সাবধান করার হুমকি দিতে এসেই প্রশান্ত শনিবার রাতে মনোরঞ্জন দাসের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত আহত পুলিশকর্মী জানান, সন্ধ্যায় তিনি ও তাঁর স্ত্রী TV দেখছিলেন। প্রতিবেশী যুবক প্রশান্ত দাস আচমকা তাঁদের ঘরে ঢোকে এবং তাঁর দুই ছেলে কোথায় জানতে চান। ছেলেরা বাড়িতে নেই বলতেই তাঁদের ‘দেখে নেবেন’ বলে হুমকি দেয় প্রশান্ত। যুবকের হুমকি দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত মনোরঞ্জনবাবু পাল্টা সরব হলে প্রশান্ত তাঁর থেকে টাকা চায় বলে অভিযোগ। মনোরঞ্জনবাবু টাকা দিতে অস্বীকার করলে প্রশান্ত ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হয় এবং খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। তাঁর মুখে কয়েকটি ঘুষিও মারে বলে অভিযোগ। এরপর মনোরঞ্জনবাবুর স্ত্রী চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে অভিযুক্ত পালিয়ে যায়। আচমকা হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন হার্টের রোগী মনোরঞ্জন দাস। তাঁর ছেলে রাজু দাস বলেন, ‘প্রশান্ত ঘরে ঢুকে ছুরি নিয়ে বাবার উপর হামলা চালায়। খুনের চেষ্টা করে। বাবা হাত দিয়ে আটকালে তাঁর হাত কেটে যায়। মুখেও ঘুষি মারে। বাবার কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে।’ বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। তবে কেন এই হামলা তা স্পষ্ট নয়। তাঁর কথায়, ‘প্রশান্ত টোটো চালায়, রাস্তার মোড়ে পানের দোকান রয়েছে। খুব বদমেজাজি। তবে আমাদের সঙ্গে কোনও গণ্ডগোল নেই। কেন হুমকি দিল, হামলা চালাল জানি না।’ তবে তার শাস্তির দাবি জানিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছে মনোরঞ্জনবাবুর পরিবার। তারপর রাতেই প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HdEyAI
Previous article
Next article
Leave Comments
Post a Comment