বাড়ছে Omicron, কমল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা https://ift.tt/3yW1nG9 - MAS News bengali

বাড়ছে Omicron, কমল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা https://ift.tt/3yW1nG9

এই সময় ডিজিটাল ডেস্ক: চড়চড়িয়ে বাড়ছে Omicron। দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪২২। সংক্রমণ শীর্ষে মহারাষ্ট্র। অন্যদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সামান্য হলেও কমেছে দৈনিক করোনা সংক্রমণ। আতঙ্কের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় খানিক হলেও আশ্বস্ত দেশবাসী। বুস্টার ডোজের ঘোষণায় খুশি চিকিৎসকেরাও। অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন, যা গতকালের থেকে সামান্য কম। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ০৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৬২ জনের।বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৭৬৬। মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনার থাবা থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৫৪ জন। এদিকে করোনার করাল গ্রাসে প্রাণ গিয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জনের। অন্যদিকে, Christmas -এর আবহে ঊর্ধ্বমুখী রাজ্যের Covid গ্রাফ। Omicron Virus -এর দাপটও দিনদিন বেড়ে চলেছে। শনিবার বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫২। মৃত্যু হয়েছে চার জনের। যার মধ্যে তিন জনই কলকাতার বাসিন্দা। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৫০। এদিকে বড়দিনের আনন্দের মাঝেই মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের দেহে মিলেছে Omicron ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের ওই চিকিৎসকের দেহে জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। তারপরেই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় তাঁর লালারসের নমুনা। শুক্রবার রাতে ওই রিপোর্ট পজিটিভ আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী, করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত চিকিৎসককে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেন Omicron-এর গ্রাফও ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত দেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সে রাজ্যে ১০৮ জন আক্রান্তের হদিশ মিলেছে। এরপরেই স্থান রাজধানীর। সেখানেও হু হু ছড়াচ্ছে New Covid Variant। এখনও পর্যন্ত ৭৯ জনের শরীরে ওমিক্রন মিলেছে। গুজরাটে আক্রান্ত ৪৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ওমিক্রনের থাবা থেকে মুক্ত হয়েছেন ১৩০ জন। করোনা মোকাবিলায় বড়দিনের রাতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার রাতে তিনি ঘোষণা করেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাদান করা হবে নতুন বছরে। সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকেই শুরু হবে ১৫-১৮-এর কিশোর কিশোরীদের টিকাকরণ। প্রধানমন্ত্রী বলেন, 'স্কুল কলেজে পড়ুয়ারা যাচ্ছে। তাদের সুরক্ষার জন্য টিকাদান জরুরি।' স্বাস্থ্যকর্মী সহ অন্য ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও বুস্টার ডোজ দেওয়ার ঘোষণাও করেন তিনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qngODn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads