Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3szmooM
রেললাইনে মিলল কিশোর প্রেমিকের দেহ, গ্রেফতার প্রেমিকার বাবা https://ift.tt/3enrMD4
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেমের পরিণতি খুন! পূর্ব বর্ধমানের শক্তিগড়ে রেল লাইনে কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে প্রেমিকার বালি ব্যবসায়ী বাবাকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় রবিবারও শক্তিগড় থানা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ আমির। শক্তিগড়ের সন্তোষপুর এলাকার কিশোরকে খুনের অভিযোগে মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা শেখ আমিরকে শুক্রবার রাতেই আটক করা হয়েছিল। পরে কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আমিরের মেয়ের সঙ্গে সন্তোষপুরের ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বালি মালিক শেখ আমির তার মেয়ের সঙ্গে দরিদ্র পরিবারের ছেলের সম্পর্ক মেনে নিতে পারেনি। তার জেরেই আমির ওই কিশোরকে খুন করেছে বলে অভিযোগ। নিহতের মায়ের দাবি, সম্পর্ক থেকে বেরিয়ে না এলে ফল ভালো হবে না বলে আগেই হুমকি দেওয়া হয়েছিল। তারপর শনিবার রাতে শক্তিগড় রেল স্টেশন সংলগ্ন ১ নম্বর কেবিনের পাশ থেকে কিশোরের নিথর দেহ উদ্ধার করে জিআরপি। প্রেমের সম্পর্কের জেরেই বালি ব্যবসায়ী শেখ আমির তাঁর ছেলেকে খুন করেছে অভিযোগে সরব হয়েছেন নিহতের মা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে বাজার করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই কিশোর। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। এরপর শনিবার রাতে পুলিশের তরফেই কিশোরের দেহ উদ্ধারের খবর আসে। ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েই শক্তিগড় থানায় শেখ আমিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যায় মৃতের পরিবার। কিন্তু পুলিশ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রথমে অভিযোগ নেয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে রাতেই শক্তিগড়ের বড়শুল মোড়ে ছেলের দেহ রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার সহ গ্রামবাসীরা। খুনের তদন্তের পূর্ণাঙ্গ তদন্ত ও শেখ আমিরের গ্রেফতারির দাবি জানান তাঁরা। দীর্ঘক্ষণ মৃতদেহ রেখে বিক্ষোভ চলে। তারপর বিশাল পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। এরপর শক্তিগড় থানায় শেখ আমিরের বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগ নেয় এবং অভিযুক্তকে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদে আমিরের কথা অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, কিশোরটিকে কীভাবে খুন করা হয়েছে তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3szmooM
Previous article
Next article
Leave Comments
Post a Comment