Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3mu605a
পশ্চিমী ঝঞ্ঝায় আটক শীত, ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি https://ift.tt/3EuaWgL
এই সময় ডিজিটাল ডেস্ক: দেরিতে এসে ঝোড়ো ব্যাটিংয়ে দিন কয়েক হাড়ে কাঁপুনি ধরিয়েও ফের ফাঁকি শীতের। পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণিতে আটক ঠান্ডা। উলটে বছর শেষে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি ও ঘূর্ণাবর্তের বৃষ্টিতে কেটেছে একুশ। বছর শেষেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে দুই পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে ঠান্ডা হাওয়ার প্রবেশ। ফলে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি। আলিপুর হাওয়া অফিস সূত্র খবর, ২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন অংশে নামতে পারে বৃষ্টি। ৩১ ডিসেস্বর শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে মহানগর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। যদিও আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। ২৮-২৯ ডিসেম্বর বাড়তে পারে বৃষ্টির তোড়। শুধু দক্ষিণ নয় , উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পঙে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিকিমে রবিবার থেকে তুষারপাত শুরু হয়েছে। বছরের প্রথম বরফ পড়ল এদিন সান্দাকফুতে। ছাঙ্গুতেও পড়েছে বরফ। উল্লেখ্য, বুধবার থেকেই রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আজ সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল কুয়াশাছন্ন। বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। রবিবার শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে। কবে ফের আসবে শীত? আলিপুর আবহাওয়াবিদরা স্পষ্ট জানাচ্ছেন, নতুন বছরে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, তা এখন থেকেই বলা সম্ভব নয়। তবে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দাপট দেখাতে পারবে না ঠান্ডা, মনে করা হচ্ছে এমনটাই। আবহবিদদের আশা, ঝঞ্ঝার বেড়াজাল কাটিয়ে বছরের দ্বিতীয় সপ্তাহে ফর্মে ফিরতে পারে ঠান্ডা। অন্যদিকে, ঘূর্ণাবর্তের জেরে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে। ২৯ ডিসেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3mu605a
Previous article
Next article
Leave Comments
Post a Comment