জমাতে হবে মাত্র 50 টাকা করে, মিলবে ₹35 লাখ! https://ift.tt/3ExeJtw - MAS News bengali

জমাতে হবে মাত্র 50 টাকা করে, মিলবে ₹35 লাখ! https://ift.tt/3ExeJtw

এই সময় ডিজিটাল ডেস্ক: টাকা জমাতে সকলেই চায়, আজ এমন একটি স্কিমের কথা বলা হচ্ছে, যেখানে প্রতিদিন মাত্র 50 টাকা করে জমালেই মিলবে 35 লাখ টাকা। প্রতিদিন 50 টাকা করে জমানোর অর্থ হল মাসে মাত্র 1500 টাকা। এই স্কিমের নাম Gram Suraksha Yojana। যদি আপনি এই যোজনায় বিনিয়োগ করতে চান, তবে আগে এর ব্যাপারে ভালো করে জেনে নিন। এই স্কিমে নিশ্চিত রিটার্নের পাশাপাশি থাকে অর্থের নিরাপত্তাও। প্রতি মাসে 1500 টাকা বিনিয়োগ করতে হবে Gram Suraksha Scheme নামে এই যোজনাতে 1500 টাকা বিনিয়োগ করতে হয়। কী ভাবে বিনিয়োগ করতে হয়, তা দেখে নিন- Post Office Gram Suraksha Yojana-র দিকে নজর দিন
  • এটি একধরণের বীমা পরিকল্পনা।
  • 19 থেকে 55 বছরের যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
  • এই স্কিমের আওতায় ন্যূনতম নিশ্চিত পরিমাণ হল 10,000 টাকা৷
  • অন্যদিকে, সর্বোচ্চ পরিমাণ হল 10 লাখ টাকা।
  • এই প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়া যেতে পারে।
  • এছাড়াও প্রিমিয়াম পেমেন্ট করলে 30 দিনের ছাড় পাওয়া যাবে।
  • 31 থেকে 35 লাখ টাকার সুবিধা পাওয়া যাবে।
  • এছাড়া এই স্কিমে লোনও নেওয়া যেতে পারে। স্কিম কেনার চার বছর পর এই লোন নেওয়া যেতে পারে।
কী ভাবে এই 35 লাখ টাকা পাওয়া যাবে? যদি কোনও ব্যক্তি 19 বছর বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ করা শুরু করেন এবং মাসে 1515 টাকা করে জমা দেন, তাহলে 55 বছর পর তবে তিনি পাবেন 31.60 লাখ টাকা। এই টাকাই যদি 60 বছর করে জমা করতে থাকেন তবে, তিনি 34.60 লাখ টাকা ম্যাচিউরিটি হিসেবে পাবেন। 58 বছরের জন্য যদি এই স্কিমে ওই পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয়, তবে তিনি পাবেন 33.40 লাখ টাকা। রয়েছে স্য়ারেন্ডারের অপশনও যদি কোনও ব্যক্তি মনে করেন তিনি এই পলিসিতে আর অর্থ বিনিয়োগ করত চান না, তবে তিনি চাইলে স্য়ারেন্ডার করতে পারেন। এক্ষেত্রে 3 বছর চালু রাখার পর বন্ধ করা যাবে এই বিনিয়োগ। এতে টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী। Rural Postal Life Insurance-এর আওতায় Gram Suraksha Scheme রয়েছে। যে কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে কোনও ব্যক্তি বিনিয়োগ শুরু করতে পারেন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EFOukV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads