'হাতে প্রমাণ আছে…', উত্তরবঙ্গের দুর্নীতিতে নজর দিতে ED-কে চিঠি BJP বিধায়কের https://ift.tt/htN4PLe - MAS News bengali

'হাতে প্রমাণ আছে…', উত্তরবঙ্গের দুর্নীতিতে নজর দিতে ED-কে চিঠি BJP বিধায়কের https://ift.tt/htN4PLe

বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতিতে দায়ে বর্তমানে জেলে রয়েছেন। তবে, উত্তরবঙ্গের দুর্নীতির জাল অনেক দূর পর্যন্ত বলে দাবি বিধায়ক শঙ্কর ঘোষের। সেই কারণে উত্তরবঙ্গের দুর্নীতির ব্যাপারেও তদন্ত করার জন্য এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে চিঠি পাঠালেন তিনি।কী জানা যাচ্ছে?উত্তরবঙ্গেও ছড়িয়েছে দুর্নীতির জাল। উত্তরবঙ্গে দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে ইডিকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। চিঠিতে উল্লেখ করেছেন, মহকুমার এক রেশন ডিলারের নাম। অভিযোগ, রেশন দুর্নীতিতে যোগ রয়েছে সেই রেশন ডিলারের। সেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে ইডিকে চিঠি পাঠিয়েছেন বিধায়ক।কী জানালেন বিধায়ক?সোমবার একটি সাংবাদিক বৈঠক করে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'উত্তরবঙ্গেও বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্তরা রয়েছে। ইডির এদের বিরুদ্ধেও তদন্ত করে দেখা উচিত। ইডি চাইলে আমাদের তরফে বেশকিছু তথ্যপ্রমাণ দেওয়া হবে তাঁদের।'বিধায়ক এদিন জানান, রেশন দুর্নীতির টাকা সহ আরও নানা দুর্নীতির টাকা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বিনিয়োগে লাগানো হয়েছে। দুর্নীতির টাকা রিয়্যাল এসেস্টেও বিনিয়োগ করেছে। এখানেও অনেক এজেন্টরা রয়েছে। শুধু তাই নয়, এখানে অনেক বেআইনি কাজ হচ্ছে। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যায়নি। যেকারনে তাদের বিরুদ্ধে তদন্তের দাবিতে ইডিকে চিঠি দিয়েছি।বিষয়টি নিয়ে মঙ্গলবার থেকে বিধানসভা অধিবেশনে বেশকিছু প্রসঙ্গে প্রশ্ন তুলবেন বলেও জানিয়েছেন বিধায়ক। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের ভগ্নদশা হয়ে রয়েছে। তা নিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। এ ব্যাপারে বিধানসভাতেও প্রশ্ন করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, শিলিগুড়ির প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্যর 'শিষ্য' হিসেবে পরিচিত ছিলেন এই শঙ্কর ঘোষ। এক সময় বামপন্থা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। কেন্দ্রটি জিতেও নেন তিনি। উত্তরবঙ্গের বিষয় এর আগেও একাধিকবার সুর চড়িয়েছেন এই তরুণ নেতা। পঞ্চায়েত নির্বাচনে জুড়ে বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে হারানো জমিতে ফের জনসমর্থনের ভিত শক্ত করতে চাইছে বিজেপি। দুর্নীতিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার করেছে বিজেপি। সেই কারণে উত্তরবঙ্গের কোনও তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির জালে উঠলে তাঁদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/vaAbLcu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads