ডিসেম্বরেই লোকালে ফার্স্ট ক্লাস পরিষেবা কলকাতায়, ভাড়ার কাঠামো মুম্বই ধাঁচে https://ift.tt/nEQC8UH - MAS News bengali

ডিসেম্বরেই লোকালে ফার্স্ট ক্লাস পরিষেবা কলকাতায়, ভাড়ার কাঠামো মুম্বই ধাঁচে https://ift.tt/nEQC8UH

এই সময়: বাংলায় লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হবে, এমন আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু বিষয়টা ছিল জল্পনার স্তরেই সীমাবদ্ধ। সোমবার সব জল্পনার অবসান ঘটালো পূর্ব রেল। জানিয়ে দেওয়া হলো, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে যাত্রী পরিষেবার জন্য লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা সংযোজন করা হচ্ছে। একই সঙ্গে এদিন প্রকাশ করা হয়েছে আংশিক ভাড়ার তালিকাও। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের পরে দ্বিতীয় শহর হিসেবে কলকাতাতেও লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরার স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন যাত্রীরা।এতদিন মূলত দূরপাল্লার ট্রেনে যাত্রীস্বাচ্ছন্দ্যের নানা ধরনের সুবিধা চালু করার পাশাপাশি এবার লোকাল ট্রেনের যাত্রী অর্থাৎ নিত্যযাত্রীদের দিকেও মন দিয়েছে পূর্ব রেল। সেই পথে অন্যতম পদক্ষেপ হিসেবে সংযোজন করা হলো ইএমইউ লোকালে ফার্স্ট ক্লাস রেকের।গোটা দেশের মোট ১৮টি রেলওয়ে জ়োনের মধ্যে একমাত্র ওয়েস্টার্ন জ়োনের মুম্বই সাবার্বান ডিভিশনেই এতদিন লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হয়েছিল। ওই কামরা শীতাতপ-নিয়ন্ত্রিত। ২০১৭-র ২৫ ডিসেম্বর থেকে ওই ডিভিশনের যাত্রীরা লোকাল ট্রেনে এসি রেকের স্বাচ্ছন্দ্য পেয়ে আসছিলেন। এবার মুম্বইয়ের পাশাপাশি পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেও এই সুবিধা চালু হতে চলেছে।নতুন এই পরিষেবা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আপাতত ঠিক হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি এই পরিষেবা চলবে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে। মুম্বইয়ের লোকাল ট্রেনে এসি রেকের যা ভাড়ার স্ট্রাকচার, আমরা সেই অনুযায়ী এখানেও ভাড়া ধার্য করেছি।' এই ডিভিশনে আপাতত শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত ফার্স্ট ক্লাস কামরার ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছ বাকি অংশের ভাড়া পরে ঘোষণা করা হবে। সাধারণ দ্বিতীয় শ্রেণির লোকাল ট্রেনের ভাড়ার তুলনায় এসি ফার্স্ট ক্লাসের ভাড়ার ফারাক অনেকটাই। পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন, এটা বিলাস - জরুরি পরিষেবা নয়। যাত্রীদের মধ্যে যাঁরা আগ্রহী, তাঁরাই এই টিকিট কিনবেন। বিশেষ করে প্রবীণ, অসুস্থ, গর্ভবতী যাত্রীদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হচ্ছে। মুম্বইয়ের লোকাল ট্রেনে এই ধরনের কামরায় সর্বক্ষণের জন্য রেলরক্ষী মোতায়েন রাখা হয়। এখানেও তেমনই হবে বলেও জানা গিয়েছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/FrK6TDL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads