জয়ের 'বাউন্ডারি' কিউয়িদের, নিজেদের দোষেই ম্যাচ হারল আফগানরা https://ift.tt/4b6MeYO - MAS News bengali

জয়ের 'বাউন্ডারি' কিউয়িদের, নিজেদের দোষেই ম্যাচ হারল আফগানরা https://ift.tt/4b6MeYO

এবারের (2023) একদিনের ক্রিকেট বিশ্বকাপে কিউয়ি ঝড় থামার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। নিউ জিল্যান্ড ক্রিকেট দল চলতি টুর্নামেন্টে এই নিয়ে চার নম্বর ম্যাচটা জিতে ফেলল। টুর্নামেন্টের ১৬ নম্বর ম্যাচে মুখোমুখি খেলতে নেমেছিল নিউ জিল্যান্ড এবং আফগানিস্তান। এই ম্যাচে আফগানদের ১৪৯ রানে হারতে হয়েছে। টস হেরে নিউ জিল্যান্ড ক্রিকেটাররা প্রথমে ব্যাট করতে নেমেছিলেন। নির্ধারিত ৫০ ওভারে তারা ২৮৮ রান করে। আফগান ব্যাটারদের সামনে এই টার্গেট যে একেবারে সহজ ছিল, তা নয়। তবে পালটা লড়াই করতে নেমে ৩৪.৪ ওভারে তারা ১৩৯ রানে অলআউট হয়ে যায়।টার্গেট বাঁচাতে নেমে নিউ জিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসন তিনটে করে উইকেট শিকার করেছেন। স্যান্টনার ৭.৪ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে , নবীন উল হক এবং ফজল হক ফারুকির উইকেট শিকার করেন। অন্যদিকে ফার্গুসন আবার হসমতউল্লাহ শহিদি, এবং মুজিব উর রহমানের উইকেট শিকার করেছেন। মাত্র ৫ ব্যাটারই স্পর্শ করেছেন দুই অঙ্কের রাননিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে আফগানিস্তানের মাত্র পাঁচজন ব্যাটারই দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। দলের হয়ে রহমত শাহ সবথেকে বেশি ৩৬ রান করেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২৭ রান করেছেন। অন্যদিকে ইকরাম আলিখিল ১৯ রানের সঙ্গত দেন। দলের মিডল অর্ডারে সবথেকে বড় শক্তি মহম্মদ নবী এবং রশিদ খান বিশেষ কিছু করে দেখাতে পারেননি।২৮৮ রান করে নিউ জিল্যান্ডআফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ক্রিকেটারর ৫০ ওভার ২৮৮ রান করতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান স্পিনাররা যথেষ্ট কার্যকরী হয়ে উঠলেও, কিউয়িদের বিরুদ্ধে একেবারে ফনা তুলতেই পারল না। যদিও নিউ জিল্যান্ডের ব্যাটাররা শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। মাত্র ১১০ রানে তারা ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, দলের মিডল অর্ডারে এবং দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা দুজনেই হাফসেঞ্চুরি করে দলের স্কোর ২০০ টপকিয়ে দেন। নিউ জিল্যান্ডের হয়ে লাথাম ৭৪ বলে ৬৮ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি তিনটে বাউন্ডারি এবং দুটো দুর্দান্ত ছক্কা হাঁকান। অন্যদিকে ফিলিপস ৮০ বলে ৭১ রান করেছেন। এছাড়া উইল ইয়ংও দলের প্রাথমিক ধাক্কা সামলে ৬৪ বলে ৫৪ রান করেন। নবীন এবং আজমত দুটো করে উইকেট নেনআফগানিস্তানের হয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে এবং আজমতউল্লাহ দুটো করে উইকেট শিকার করেন। অন্যদিকে স্পিন বোলার রশিদ খান এবং মুজিব উর রহমান মাত্র একটি করেই সাফল্য অর্জন করেন। আর এই ম্যাচ জয়ের পাশাপাশি নিউ জিল্যান্ড আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/KVfcpgL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads