আধার কার্ড ছাড়া উচ্চ মাধ্যমিক নয়! বিশেষভাবে সক্ষম ছাত্রীর সমস্যার সমাধানে জেলা আইনি পরিষেবা https://ift.tt/yQULKAl - MAS News bengali

আধার কার্ড ছাড়া উচ্চ মাধ্যমিক নয়! বিশেষভাবে সক্ষম ছাত্রীর সমস্যার সমাধানে জেলা আইনি পরিষেবা https://ift.tt/yQULKAl

আধার কার্ড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না কোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । এমনই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন । এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছানোর পর পরীক্ষায় না বসতে পারার চিন্তা গ্রাস করে দ্বাদশ শ্রেণীর ঝুমাকে। আর বোধহয় পরীক্ষা দেওয়া হল না।

আধার বানাতে সমস্যা

কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালয়ের বাঁ হাতের আঙ্গুলের কিছু অংশ না থাকার কারণে তার জন্ম থেকে আধার কার্ড তৈরি হয়নি। আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এইটুকু সময়ের মধ্যে কিভাবে হবে আধার কার্ড সেই চিন্তাতেই পড়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালয় ও তার পরিবার । গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাকনিয়া গ্রামে ঝুমার বাড়ি । ঝুমা পেটবিন্ধী ডি কে এম স্কুলের ছাত্রী । জন্ম থেকেই বাঁ হাতের আঙ্গুলের কিছু অংশ না থাকায় আধার কার্ড তৈরি সম্ভব হয়নি । যার ফলে আধার কার্ড না থাকায় নানা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো ঝুমাকে । আর উচ্চ মাধ্যমিক শিক্ষা দফতরের নির্দেশিকায় তার মাথায় পাহাড় ভেঙে পড়েছিল । কিন্তু, পরে সমস্যার সমাধানে হাজির হন প্যারালিগাল ভলেন্টিয়ার।

সহায়তায় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা

আধার কার্ড নিয়ে সমস্যার কথা ঝুমা গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের কর্তৃপক্ষের গীতা দাস দত্তকে বিষয়টি জানায়। তারপর এই প্যারালিগাল ভলেন্টিয়ারের সহযোগিতায় ঝুমা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে দ্বারস্থ হন । বিচারকের নির্দেশে সমস্ত প্রশাসনিক বাধা কাটিয়ে অবশেষে আজ মঙ্গলবার নিজের আধার কার্ড হাতে পায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই । প্যারালিগাল ভলেন্টিয়ার গীতা দাস দত্ত বলেন,'ঝুমা পালয় নামে এক ছিল না এবং সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আধার কার্ড ছাড়া বসতে পারত না। এই সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিবের কাছে আবেদন জানালে ঝুমা পালয় আজ তার আধার কার্ড পেয়েছে।' ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন,'প্রশাসনিক সমস্যা সমস্যার সমাধান করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে । আজ সে তার আধার কার্ড হাতে পেয়েছে । তার পরীক্ষা ভালো হোক এই কামনা করি।' উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালয় বলেন,'ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দরুণ আমি আমার আধার কার্ড হল । এবার আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারব।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/u7VglLG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads