বিয়ের সিজনের আগে বাড়ছে সোনার দাম! এখন কিনলেই সবচেয়ে বেশি লাভ? https://ift.tt/g5UWfsB - MAS News bengali

বিয়ের সিজনের আগে বাড়ছে সোনার দাম! এখন কিনলেই সবচেয়ে বেশি লাভ? https://ift.tt/g5UWfsB

সোনা নিয়ে ভারতীয়দের মধ্যে যথেষ্ট আবেগ রয়েছে। সোনার গয়না একদিকে যেমন অলঙ্কার হিসেবে ব্যবহার হয়, তেমনই সোনা কেনাকে অনেকেই বিনিয়োগ হিসেবেও দেখেন। বাঙালিদের মধ্যেও সোনার প্রতি দুর্বলতা রয়েছে। সোনায় বিনিয়োগের সবচেয়ে বড় কারণ হল এর দাম বৃদ্ধি। গত 20 বছরে 10 গুণেরও বেশি বেড়েছে। অর্থাৎ 2003 সালে 5000 টাকায় কেনা সোনার দাম এখন রয়েছে প্রায় 55,000 টাকা। ফলে সোনায় বিনিয়োগ যে যথেষ্ট লাভের। তাতে কোনও সন্দেহ নেই।এদিনও শহর কলকাতায় দাম বাড়ল সোনার। বিয়ের সিজনের আগে হলদে ধাতুর দামের এই বৃদ্ধিতে কিছুটা হলেও শঙ্কিত সাধারণ মানুষ। কারণ আর ঠিক এক মাস পর থেকেই শুরু হবে বিয়ের সিজন, তার আগে চড়চড় করে বাড়ছে সোনার দাম। এবার দেখে নেওয়া যাক, কলকাতায় সোনার দাম কতটা বাড়ল বা কমল?প্রথমেই নজর রাখা যাক 24 ক্যারেট সোনার দামে। গুড রিটার্নসে প্রদত্ত তথ্য অনুযায়ী, কলকাতায় এদিন 24 ক্যারেট সোনার দাম বেড়েছে। প্রতি গ্রাম প্রতি 1 টাকা বেড়ে, 10 গ্রামে সোনার দাম বেড়েছে 10 টাকা। ফলে কলকাতায় 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েঠে 60,500 টাকা। যা আগের দিন ছিল 60,490 টাকা। অর্থাৎ এদিন দাম বেড়েছে 10 টাকা। গতকাল 540 টাকা বেড়েছিল 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম।এবার 22 ক্যারেট দেখে নেওয়া যাক। এদিন 22 ক্যারেট সোনার দামও প্রতি গ্রাম প্রতি 1 টাকা বেড়ে, 10 গ্রামে বেড়েছে 10 টাকা। কলকাতায় এদিন 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম রয়েছে 55,460 টাকা। যা আগের দিন ছিল 55,450 টাকা। অর্থাৎ এদিন প্রতি 10 গ্রামে সোনার দাম বেড়েছে 10 টাকা। কিন্তু গতকাল 22 ক্যারেট সোনার দামও অনেকটা বেড়েছিল। 22 ক্যারেট সোনার দামও গতকাল প্রতি 10 গ্রাম পিছু 500 টাকা বেড়েছিল।

22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার মধ্যে কী পার্থক্য?

সোনার ক্যারেট দিয়ে সোনার বিশুদ্ধতা বোঝা যায়। 24 ক্যারেট সোনা একেবারে নিখাদ ও খাঁটি সোনা। তবে এই সোনা দিয়ে গহনা তৈরি করা যায় না। 24 ক্যারেট সোনা দিয়ে সোনার বাট, গোল্ড কয়েন ইত্যাদি তৈরি করা হয়। অন্যদিকে 22 ক্যারেট সোনায় কিছুটা খাদ থাকে, যা আসলে অন্য ধাতুর মিশ্রণ। তবে এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। কারণ গয়না তৈরির ক্ষেত্রে সোনাকে বাঁকা করতে হয়। যা 24 ক্যারেটে সম্ভব নয়।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/9Pa5ylE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads