Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Fmtr5b7
নীলাদ্রির সংস্থা: ঢালাও প্রশংসা শান্তিপ্রসাদের https://ift.tt/wEkm4l0

পার্থসারথি সেনগুপ্তদু'জনের মধ্যে যোগসাজস রয়েছে, তদন্তকারীদের সেই সন্দেহ ছিলই। এ বার সেই সন্দেহের পক্ষে নথিও মিলেছে বলে এখন প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সরকারি সূত্রের খবর, সেই নথি হলো- অন্য জনের সংস্থার কাজ নিয়ে এক জনের ঢালাও প্রশংসা করে দেওয়া শংসাপত্র! একবার নয়, বহু বার। নিয়োগ কেলেঙ্কারিতে গত বছর অগস্ট মাসে গ্রেপ্তার হন স্কুল সার্ভিস সমিশনের (এসএসসি) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। এই বছর মার্চ মাসেই সেই নিয়োগ দুর্নীতির সূত্রেও এসএসসি-র ওএমআর শিট-কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন নীলাদ্রি দাস। সরকারি সূত্রের খবর, নীলাদ্রির তথ্যপ্রযুক্তি সংস্থা 'এনডি ইনফোসিস্টেম্স প্রাইভেট লিমিটেড' ওএমআর মূল্যায়নে কতটা 'দক্ষতা ও 'উদ্ভাবনী শক্তি'র পরিচয় দিয়েছে, সে কথা উল্লেখ করে গত কয়েক বছর যাবৎ শান্তিপ্রসাদ অকাতরে শংসাপত্র দিয়েছিলেন। এবং সেই সব শংসাপত্র দেওয়া হয়েছিল এসএসসি-র লেটারহেডে। এমনকী, করোনাকালেও ওএমআর যাচাইয়ের ক্ষেত্রে কতটা 'নিষ্ঠা'র সঙ্গে নীলাদ্রির সংস্থা কাজ করেছিল, সে কথা শান্তিপ্রসাদ লিখিত ভাবে জানিয়েছিলেন। ওএমআর কেলেঙ্কারিতে নীলাদ্রিকে গ্রেপ্তার করার পরেই সিবিআই জানিয়েছিল, ওই ধৃতের হাতযশে এখনও পর্যন্ত এসএসসি-র গ্রুপ সি-তে ৩ হাজার ৪৮১, গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩, নবম-দশমে ৯৫২ ও একাদশ-দ্বাদশে ৯০৭টি ওএমআর শিটে বিকৃতি নজরে এসেছে। ২০১৯-এর এর মার্চে এসএসসি-র গ্রুপ-সি নিয়োগ পরীক্ষা হয়। এ ক্ষেত্রে নীলাদ্রির সংস্থাকে দেওয়া তাঁর শংসাপত্রে শান্তিপ্রসাদ লেখেন, 'আমি জানাচ্ছি যে, এনডি ইনফোসিস্টেম্স পশ্চিমবঙ্গের ২০টি জেলায় গ্রুপ সি-র ৮ লক্ষ ১৫ হাজার ৭০৯ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত কাজটি আগাগো়ডা সাফল্যের সঙ্গে সম্পন্নকরেছে। এই সংস্থার উদ্ভাবনী শক্তির জন্য প্রশংসা করছি।' আবার ২০১৯-এরই মার্চ মাসে গ্রুপ ডি-তে ১১ লক্ষ ৭৭ হাজার ৯৫০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া, খাতাপত্র দেখা, মেরিট লিস্ট বানানো- এই সমস্ত কাজে 'সাফল্যের' জন্যও শান্তিপ্রসাদের শংসাপত্র পেয়েছিল এনডি ইনফোসিস্টেম্স। ওই ২০১৯ সালের মার্চেই নীলাদ্রি দাস সিআইডি-র গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রুজু হওয়া চাকরি নিয়ে প্রতারণা ও জালিয়াতির মামলায়। পরে হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান নীলাদ্রি। তার পরের বছরই, ২০২০-র ১০ ফেব্রুয়ারি উচ্চ-প্রাথমিকে শারীরশিক্ষা ও ওয়ার্ক এডুকেশন বাদে অন্যান্য বিষয়ে শিক্ষক নিয়োগে টেট পরীক্ষায় ৪ লক্ষ ৯২ হাজার ৫৬৯ জন প্রার্থীর পরীক্ষা প্রক্রিয়া মাত্র একদিনের মধ্যে 'সুসম্পন্ন' করার জন্য নীলাদ্রিকে 'উষ্ণ অভিনন্দন' জানিয়েছিলেন এসএসসি-র তৎকালীন উপদেষ্টা। আবার ২০২১-এর ২৪ ফেব্রুয়ারি শান্তিপ্রসাদ স্বাক্ষরিত একটি শংসাপত্র পাওয়া যাচ্ছে। যেখানে শান্তিপ্রসাদ 'মুগ্ধতা' প্রকাশ করেছেন ২০১৭-র ২০ জানুয়ারি ২০৬৭ টি শূন্য পদে অশিক্ষক কর্মী (করণিক) নিয়োগে কম্পিউটার টাইপ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নীলাদ্রি দাসের সংস্থার সাফল্যে।এসএসসি-র উপদেষ্টা শান্তিপ্রসাদ ২০২১-এর ২৩ ফেব্রুয়ারি লিখছেন, 'মাধ্যমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট তৈরি ও সরবরাহ, প্রশ্নপত্র তৈরি করা, কোভিড পরিস্থিতিতে সতর্কতা নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রশিক্ষিত মানবসম্পদ মোতায়েন, বিশেষত লিখিত পরীক্ষায় ওএমআরের মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ ও ঘোষণা- এমনকী প্রার্থীদের অভিযোগের উত্তর দেওয়ার মতো কাজে এনডি ইনফোসিস্টেম্স-এর সাফল্যের জন্য ভবিষ্যতে তাদের আরও উন্নতি কামনা করি।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Fmtr5b7
Leave Comments
Post a Comment