ইডেনে মরশুমের প্রথম জয়, KKR-এর সাফল্যে উচ্ছ্বসিত মমতা https://ift.tt/FPpA7dx - MAS News bengali

ইডেনে মরশুমের প্রথম জয়, KKR-এর সাফল্যে উচ্ছ্বসিত মমতা https://ift.tt/FPpA7dx

২ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষোড়শ মরশুমে (IPL 2023) প্রথম ম্য়াচ জিতল। ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে কলকাতা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কেকেআর দলের হয়ে উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (৫৭) এবং শার্দূল ঠাকুর (৬৮) দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেছেন। এরপর লেগ স্পিনার বরুণ চক্রবর্তী এবং তরুণ ক্রিকেটার সুয়শ শর্মা RCB-র একের পর এক উইকেট শিকার করে প্রতিপক্ষকে কার্যত ধরাশায়ী করে দেন। কলকাতা নাইট রাইডার্সের এই জয়ে বেজায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচ শেষ হতে না হতেই তিনি একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন, 'আজকের এই জয়টা খুবই স্পেশাল। কারণ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এটাই চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয়! এই জয়ের জন্য গোটা কলকাতা নাইট রাইডার্স দলকে হার্দিক শুভেচ্ছা জানাই। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। আসন্ন প্রত্যেকটা ম্য়াচের জন্য শুভেচ্ছা রইল।' টিকতেই পারলেন না RCB-র কোনও ব্যাটারএই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে ২০৪ রানের একটা বিশাল রান খাড়া করেছিল। ২০৫ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়মিত ব্যবধানে নিজেদের উইকেট হারাতে শুরু করে। বিরাট কোহলি, অধিনায়ক ফাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকের মতো ধুরন্ধর ব্যাটাররাও কোনও বড় রানের ইনিংস খেলতে পারেননি। বিরাট ১৮ বলে তিনটে বাউন্ডারির দৌলতে ২১ রান করেছেন। তাঁকে সুনীল নারিন বোল্ড করেন। এরপর অধিনায়ক ডুপ্লেসিকে (২৩ রান) প্যাভিলিয়নে পাঠান বরুণ চক্রবর্তী। এরপর ইনিংসের অষ্টম ওভারে বরুণ দ্বিতীয় উইকেট নেন। তিনি দ্বিতীয় বলে ম্যাক্সওয়েল (৫) এবং চতুর্থ বলে হর্ষল প্যাটেলকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ডেবিউ ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করলেন সূয়শআরসিবি ব্রিগেড নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। আর গোটা দল ১৭.৪ ওভারের মধ্যে ১২৩ রানে অলআউট হয়ে যায়। কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে সূয়শ শর্মা ধামাকাদার পারফরম্যান্স করলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করলেন। বরুণ ৩.৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আকাশ দীপকে (১৭) তিনি কট অ্যান্ড বোল্ড করার সঙ্গে সঙ্গেই রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল অলআউট হয়ে যায়। আরসিবি-র হয়ে মাইকেল ব্রেসওয়েল ১৯ রান করেন, তবে ডেভিড উইলি ২০ রানে অপরাজিত থাকেন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/E1GyH43
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads