করোনার প্রথম বছরে ভারতে অতিরিক্ত মৃত্যু ১১.৯ লাখ, দাবি সমীক্ষায় https://ift.tt/eyn0jV1 - MAS News bengali

করোনার প্রথম বছরে ভারতে অতিরিক্ত মৃত্যু ১১.৯ লাখ, দাবি সমীক্ষায় https://ift.tt/eyn0jV1

২০২০ সালে কোভিড অতিমারির স্মৃতি এখনও টাটকা। অতিমারি কেটে গিয়েছে বটে তবে করোনা ভাইরাস নির্মূল হয়নি। চিনের হাত ধরে যে ভাইরাস ছড়িয়ে ছিল সারা দেশে, তার ফল যে কতটা ভয়ানক তা গত বছর চার বছরে বেশ ভালোই টের পেয়েছে বিশ্ববাসী। করোনায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এবার এক সমীক্ষায় উঠে এল নয়া রিপোর্ট। সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে করোনায় অতিরিক্ত ১১.৯ লাখ মানুষের (১.১৯ মিলিয়ন) মৃত্যু হয়েছে দেশে। এই সংখ্য়া সরকারের দেওয়া তথ্যের থেকে আট গুণ বেশি। সমীক্ষা অনুযায়ী, করোনার প্রথম বছরে মৃত্যুহার চরমে ওঠে। সমীক্ষা রিপোর্ট অনুসারে, পুরুষদের তুলনায় করোনায় বেশি আক্রান্ত হয়েছেন মহিলারা। ভারতীয় বংশোদ্ভূত স্কলার এনিয়ে একটি সমীক্ষা চালান। গবেষক দলের মধ্যে রয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সোশিওলজিস্ট, নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের একজন ইকোনোমিস্ট। বয়স, লিঙ্গ, জাতিভেদে করোনায় কত সংখ্য়ক মানুষ আক্রান্ত হয়েছেন ও মৃত্যুহার কত তা নিয়ে সমীক্ষা চালান তাঁরা। এই সমীক্ষা চালাতে তাঁরা সরকারি তথ্যের সাহায্য নিয়েছেন।সমীক্ষায় উঠে এসেছে, করোনায় মহিলা ও সমাজের বঞ্চিত অংশের আয়ু হ্রাসের হার বেশি। গবেষণায় রিপোর্ট অনুযায়ী, জাতিগত বিচারের দিক থেকে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তাঁদের গড় আয়ু ৫.৪ বছর কমেছে। অন্যদিকে করোনার কারণে তফসিলি উপজাতিভুক্তদের আয়ু ৪.১ বছর ও তফসিলি জাতিভুক্তদের আয়ু ২.৭ বছর কমেছে গড়ে। অন্যদিকে উচ্চ বর্ণের হিন্দু ও ওবিসি সম্প্রদায়ের মানুষদের (অন্যান্য অনগ্রসর) গড় আয়ু রমেছে ১.৩ বছর। রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাসের কারণে ৩.১ বছর গড় আয়ু কমেছে মহিলাদের। পুরুষদের গড় আয়ু কমেছে ২.১ বছর। পুরুষ ও নারী উভয় মিলিয়ে ভারতীদের গড় আয়ু ২.৬ বছর কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ন্যাশনাল ফ্যামিটি হেলথ সার্ভে-৫-এর তথ্য ব্যবহার করে এই তথ্য় উঠে এসেছে রিপোর্টে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে কোভিড বেশি ভয়ানক হয়ে ওঠে অন্যান্য দেশের তুলনায়। মহিলাদের আক্রান্ত হওয়ায় অধিক জটিলতা সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে করোনায় মৃত্যুহার ৭ শতাংশ বেশি। তবে এই সমীক্ষা রিপোর্ট মানতে নারাজ নিতি আয়োগের সদস্য (স্বাস্থ্য়) বিনোদ পাল। তাঁর কথায়, সমীক্ষায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। সেই কারণে যাঁরা এই সমীক্ষা চালিয়েছেন তাঁরা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন।' ভারতের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে (CRS) করোনায় মৃতের সংখ্য়ার ৯৯ শতাংশই তুলে ধরা হয়েছে। সেই প্রসঙ্গে টেনেই পল বলেন, '২০১৯ সালের সঙ্গে তুলনা করলে ২০২০ সালে ৪.৭৪ লাখ অতিরিক্ত মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। তবে নয়া সমীক্ষায় ২০২০ সালে ১১.৯ লাখ অতিরিক্ত মানুষের যে মৃত্যুর পরিসংখ্য়ান তুলে ধরা হয়েছে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।'


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/S0ZQTDJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads