ধনতেরস ২০২১: সৌভাগ্য ফেরাতে ধনতেরসে সোনা ছাড়া আর কী কিনবেন? জেনে নিন https://ift.tt/3mw6k3G - MAS News bengali

ধনতেরস ২০২১: সৌভাগ্য ফেরাতে ধনতেরসে সোনা ছাড়া আর কী কিনবেন? জেনে নিন https://ift.tt/3mw6k3G

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ধনতেরস দিয়েই শুরু হয় দীপাবলির উত্‍সব। মূলত, দীপাবলির একদিন বা দু'দিন আগে ধনতেরস হয়। এটি ধনত্রয়োদশী বা ছোট দীপাবলি নামেও পরিচিত। ধনতেরস কথাটি থেকেই বোঝা যাচ্ছে যে, এটি ধন সম্পদের সঙ্গে সম্পর্কিত। আশ্বিন মাসের ১৩তম পূর্ণিমা তিথিতে এই দিনটি পালন করা হয়ে থাকে। এই বছর ২ নভেম্বর মঙ্গলবার পালিত হবে ধনতেরস। এই দিনটি ব্যবসায়ীদের জন্য খুবই পবিত্র একটি দিন। এই দিনে অনেকেই সোনার কয়েন বা গয়না কিনে থাকেন। ধনলক্ষ্মীর পুজো দিয়ে সকলেই চায় নতুন কিছু বাড়িতে আনতে। এই দিন ধাতু কেনার প্রাচীন রীতি বহুদিন ধরে প্রচলিত। তবে শুধু ধাতু নয়, ধনতেরসে যে কোনও কিছুই নতুন কিনতে পারেন। কেনাকাটা করার জন্য এটি বছরের সবচেয়ে শুভ দিন। ধনতেরসে কেনার জন্য সোনাই থাকে পছন্দের তালিকায় সকলের ওপরে। বাজেটে না পোষালে আর কী কেনা যেতে পারে দেখে নিন। মূর্তি গণেশ, বালগোপাল, দুর্গা, রাধামাধব বা লক্ষ্মী, যে কোনও দেবদবীর রুপোর মূর্তি ধনতেরসে কেনার জন্য আদর্শ। রূপোর তৈরি পুজোর অন্যান্য উপাচারও কিনতে পারেন। যেমন - রুপোর সিংহাসন, সিঁদূর কৌটো, চাবির গোছা, মঙ্গল ঘট, ধূপদানি, প্রদীপ, আম্রপল্লব বা বিল্লপত্র সবকিছুই পাওয়া যায় বাজারে। ঠাকুরের মূর্তির নতুন পোশাক কেনার জন্যও এই সময় খুব ভাল। এছাড়াও কিনতে পারেন রুপোর বাসন। রুপোর থালা, চামচ, বাটি বা গ্লাস ধনলক্ষ্মীর পুজোর জন্য আদর্শ। বাতিদান বা ঘর সাজানোর রুপোর শো-পিসও এখন বাজারে খুব ভালো পাওয়া যায়। রৌপ্যমূদ্রা বা রুপোর কয়েন তো ধনতেরসে অনেকেই কিনে থাকেন। অন্যান্য ধাতু সোনা, রুপো ছাড়া যেকোনও বিশুদ্ধ ধাতু এই সময় কেনা যেতে পারে। এদিন কাঁসা বা পিতলের বাসন কেনার চলও বহু পুরনো। পিতলের ঘড়া বা কাঁসার থালা সৌভাগ্য বহনকারী। অনেকেই বছরে যে কোনও সময় রত্ন কিনে থাকেন। তবে, এই দিনটি রত্ন কেনার জন্য অত্যন্ত শুভ। অনেকেই এই দিনে সৌভাগ্যের কামনায় সোনা বা রুপো দিয়ে রত্ন ধারন করেন। এই দিন সোনা, রুপো ছাড়া অন্যান্য কোনও ধাতুর গহনা কিনতে নেই। তা যদি অনেক দামিও হয়, তাও কেনা যাবে না। এই দিন কাউকে উপহার দেওয়া উচিত নয়। কারণ, মনে করা এই দিন যদি উপহার দেওয়া হয়, তা হলে নিজের সমৃদ্ধি অন্যের হাতে তুলে দেওয়া হয়। বৈদ্যুতিন সামগ্রী ধনতেরাসে ধাতু কেনার রীতি থাকলেও যে কোনও নতুন জিনিস কেনাই এই সময় সৌভাগ্যের প্রতীক। বাড়িতে প্রয়োজনীয় ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন ধনতেরাসে কিনতে পারেন। এই সময় বিভিন্ন দোকানে এইসব সামগ্রীর ওপর ছাড়ও পাওয়া যায়। আপনার যদি কোনও বৈদ্যুতিন সরঞ্জাম কেনার পরিকল্পনা থাকে, তাহলে তা ধনতেরসেই কিনে ফেলুন। এ ছাড়া আপনার পেশা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম কিনলে তা আপনার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। যেমন লেখক হলে কলম, আর্টিস্ট হলে রং বা তুলি বা আঁকার কোনও সরঞ্জাম কেনা ভালো। ঝাঁটা ধনতেরাসে ঝাঁটা কেনা খুবই শুভ। বলা হয় ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ, দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর হয়ে যায়। মৎস্যপুরাণ অনুযায়ী ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। আবার বৃহৎ সংহিতা অনুযায়ী, ঝাঁটা সুখ-শান্তি বৃদ্ধি করে ও দুষ্ট শক্তির সর্বনাশ করে। এ দিন বাড়িতে নতুন ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করলে ঋণমুক্তি সম্ভব। জল রাখার পাত্র অর্থাৎ কলসি পুরাণ মতে, ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় পূর্ণ কলস হাতে উঠেছিলেন। তাই জল রাখার পাত্র অর্থাৎ কলসি এই বিশেষ দিনে কেনা অতি শুভ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ECZKPj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads