আলিপুরদুয়ারের শতাব্দী প্রাচীন এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা গ্রন্থাগার করার পরিকল্পনা, শুরু তৎপরতা https://ift.tt/dPqCYpS - MAS News bengali

আলিপুরদুয়ারের শতাব্দী প্রাচীন এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা গ্রন্থাগার করার পরিকল্পনা, শুরু তৎপরতা https://ift.tt/dPqCYpS

: বয়স পেরিয়েছে ১০৫। ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে নির্মিত হয় এই গ্রন্থাগার। আলিপুরদুয়ারের জনপ্রিয় এডওয়ার্ড লাইব্রেরি ()। দীর্ঘদিনের দাবি থাকলেও এখনও পর্যন্ত জেলা গ্রন্থাগার হিসাবে মর্যাদা পায়নি এই শতাব্দী প্রাচীন গ্রন্থাগার। অবশেষে উদ্যোগ জেলা প্রশাসনের। রবিবার গ্রন্থাগার পরিদর্শন করলেন গ্রন্থাগার দফতরের বিশেষ সচিব দেবযানী ভট্টাচার্য্য। যত দ্রুত সম্ভব, যাতে এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা গ্রন্থাগার হিসাবে উন্নীত করা যায়, তার আশ্বাস মিলেছে এদিন। আশায় বুক বাঁধছেন শহরের বই প্রেমীরা। শনিবার এডওয়ার্ড (Edward library) সহ জেলার অন্যান্য লাইব্রেরির হাল হকিকত খতিয়ে দেখলেন জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দফতরের বিশেষ সচিব দেবযানী ভট্টাচার্য। সেখানে জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে, লোকাল লাইব্রেরি অথরিটির কার্যনির্বাহী চেয়ারম্যান ইন্দ্রজিৎ তালুকদার, জনশিক্ষা প্রসার জেলা আধিকারিক বাসুদেব মন্ডল , জেলা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। সচিব বলেন, "এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা লাইব্রেরির অনুমোদন দেওয়ার কাজ করা হবে। শীঘ্রই যাতে এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা গ্রন্থাগারে উন্নীত করার কাজ সম্পন্ন করা যায় তা দেখা হচ্ছে। এছাড়াও পরিকাঠামোগত সহ অন্যান্য সমস্যা গুলি দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" কী, কী সমস্যা রয়েছে তার তালিকা লিপিবদ্ধ করে তা উপর মহলের কাছে তুলে ধরবেন বলে জানান বিশেষ সচিব। তারপর সেই সমস্যা সমাধান, এমনকি দ্রুত কর্মী নিয়োগ করার বিষয়েও আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে, ১৯১৭ সালে তৈরি হয়। সেখানে প্রায় ৩৯২৩১ টি বই রয়েছে বর্তমানে। পরবর্তীতে লাইব্রেরির দোতলা ভবন তৈরি হলেও পরিকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে বলে অভিযোগ। ফলে শতাব্দী প্রাচীন পুরনো ও দুষ্প্রাপ্য বইয়ের উপর প্রভাব পড়ছে বলে জানান কর্মকর্তারা। বিশেষ করে দুশো বছরে প্রাচীন হরিচরণ ভট্টাচার্যের লেখা পাণ্ডুলিপি মহাভারতের (Mahabharat Manuscript) বিরাট পর্ব (২ টি খন্ড) ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া সংকলনও রয়েছে এই লাইব্রেরিতে। (Alipurduar) পৃথক জেলা ঘোষণার দীর্ঘ বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও আলিপুরদুয়ারে জেলা গ্রন্থাগার না থাকায় একাধিক সমস্যায় পড়েন আলিপুরদুয়ারের বইপ্রেমীরা। উপযুক্ত পরিকাঠামো না থাকায় লাইব্রেরি গুলিতে নষ্ট হচ্ছে বিভিন্ন দুর্লভ বই। তাতে সমস্যা রয়েছেন লাইব্রেরি কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে এডওয়ার্ড লাইব্রেরিকে জেলা পাঠাগারে উন্নীত করার উদ্যোগে খুশি বইপ্রেমী থেকে শুরু করে লাইব্রেরী কর্তৃপক্ষও।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/DGbcRsQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads