পুলিশের জালে ক্যালিফোর্নিয়ার পর্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা https://ift.tt/15kxPO2 - MAS News bengali

পুলিশের জালে ক্যালিফোর্নিয়ার পর্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা https://ift.tt/15kxPO2

পর্ন সাম্রাজ্যের (Porn Empire) ‘বাদশা’-কে এবার গ্রেফতার করল পুলিশ। আমেরিকার (America) ক্যালিফোর্নিয়ায় (California) পর্ন সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ ওঠে মাইকেল জেমস প্র্যাটের বিরুদ্ধে। বছর তিনেক আগে মার্কিন গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে ইউরোপ চম্পট দিয়েছিল প্র্যাট। গত বুধবার অর্থাৎ ২১ ডিসেম্বর স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদে (Madrid) তাঁকে গ্রেফতার করে সেদেশের পুলিশ। রবিবার প্র্যাটের গ্রেফতারির খবর প্রকাশ্যে আনে মার্কিন তদন্তকারী সংস্থা Federal Bureau of Investigation বা FBI। মার্কিন গোয়েন্দাদের দাবি, জোর করে তরুণীদের পর্ন ভিডিয়োয় কাজ করতে বাধ্য করতেন এই ব্যক্তি। শুধু তাই নয়, নারী পাচারের সঙ্গে জড়িত রয়েছেন প্র্যাট। FBI-র ১০ জন মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে তাঁর নাম। উল্লেখ্য, নিউজিল্য়ান্ডের বাসিন্দা প্র্যাটকে আমেরিকার হাতে প্রত্যর্পণের সম্ভাবনা রয়েছে। কী ভাবে ক্যালিফোর্নিয়ায় পর্ন সাম্রাজ্য গড়ে তোলেন বছর ৪০-র প্র্যাট প্র্যাট? FBI-র দাবি, সেখানকার সান দিয়াগোতে GirlsDoPorn নামে একটি ওয়েবসাইট খুলেছিলেন তিনি। এর মাধ্যমেই পর্ন সাম্রাজ্য গড়ে তোলেন প্র্যাট। কম সময়ে বেশি রোজগারের লোভ দেখিয়ে মার্কিন তরুণীদের ফাঁদে ফেলতেন তিনি। ২০১৯-এ ২২ জন যুবতী তাঁর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন। এর পরই তদন্তে নামে FBI। বন্ধ করে দেওয়া হয় ওই ওয়েবসাইট। মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, প্র্যাটের প্রত্যর্পণ হয়ে গেলে, তাঁর বিরুদ্ধে শিশু তৈরি করা, তরুণীদের যৌন নির্যাতন, টাকা পাচার ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করে হবে। FBI-র গোয়েন্দাদের দাবি, পর্ন ওয়েবসাইটে কাজ করার জন্য তরুণীদের একটি চুক্তিতে সই করানো হত। অভিযোগকারিণী ২২ যুবতী মার্কিন গোয়েন্দাদের জানান, জোর করে তাঁদের দিয়ে ওই চুক্তিপত্রে সই করিয়েছিলেন প্র্যাট। ওই সময় তাঁদের প্রচুর পরিমাণে মদ ও গাঁজা খাওয়ানো হয়েছিল। কারোর কারোর অভিযোগ, চুক্তিপত্রের কাগজ তাঁদের পড়তে দেওয়া হয়নি। এমনকি হোটেলের ঘরে জোর করে আটকে রাখা হয় বলেও দাবি করেছেন তাঁরা। সেখানেই তাঁদের উপর যৌন নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ ওই ২২ তরুণীর। FBI সূত্রে খবর, এই কাজে প্র্যাটের সহযোগী ছিলেন ম্যাথিউ আইজ্যাক উলফ, রুবেন আন্দ্রে গার্সিয়া, থিওডোর জিকে ও ভ্যালোরি মোসার। এদের মধ্যে উলফ ছিলেন ওই পর্ন সাইটের প্রযোজক। সেখানে ক্যামেরাম্যানের কাজ করতেন থিওডোর জিকে। অন্যদিকে পর্ন সাইটের প্রাক্তন বুক কিপার ছিলেন ভ্যালোরি পরবর্তীকালে প্র্যাট বাদে সবাইকেই গ্রেফতার করেন মার্কিন গোয়েন্দারা। প্র্যাটকে পলাতক ঘোষণা করে আদালতে চার্জশিট দিয়েছিল FBI। সেখানে সকলেরই জেল ও ১২.৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার নির্দেশ দেন বিচারক।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/SdrAX20
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads