প্রেমিকাকে মারের সাজা! বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি ভাঙল প্রশাসন https://ift.tt/esSIZPK - MAS News bengali

প্রেমিকাকে মারের সাজা! বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি ভাঙল প্রশাসন https://ift.tt/esSIZPK

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে মার, একের পর এক লাথি। মধ্যপ্রদেশের () রেওয়ায় তরুণীর উপর অত্যাচার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিউরে উঠছিলেন নেটিজেনরা। এই ঘটনাতেই এবার অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল (Chief Minister ) প্রশাসন। টুইটে সেই ভিডিও পোস্ট করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘোষণা , "মহিলাদের উপর অত্যাচার করলে ক্ষমা করা হবে না।" শনিবার থেকেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বছর উনিশের তরুণীকে মেরে সংজ্ঞাহীন করে দেওয়ার ওই ভিডিও। পরে অভিযুক্ত যুবক পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনাতেই এবার কড়া ব্যবস্থা প্রশাসনের। বাতিল করা হয়েছে অভিযুক্তের ড্রাইভিং লাইসেন্সও। প্রেমিকাকে মারের সাজা! ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পেশায় গাড়ি চালক বছর ২৪-এর পঙ্কজ ত্রিপাঠী নির্বিচারে মেরে চলেছে এক তরুণীকে। বিয়ে করতে রাজি না হওয়ায় তরুণীকে একের পর এক লাথি চড়! মারের চোটে এক সময় সংজ্ঞাহীন হয়ে পড়তে দেখা যায় তরুণীকে। যাঁরা এই ঘটনার ভিডিও করছিলেন তাঁদেরকেও হুমকি দিতে দেখা যায় অভিযুক্তকে। দীর্ঘসময় মার খেয়ে রাস্তায় পড়ে থাকার পর তরুণীকে উদ্ধার করা হয়। এই সময় ডিজিটাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। যানা যায় রেওয়া জেলায় এই কাণ্ড ঘটেছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তোলপাড়। তদন্তে নেমে মির্জাপুর () থেকে অভিযুক্ত পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গত বুধবার পুলিশেধৃতের বিরুদ্ধে অভিযোগ জানান ওই তরুণী। তবে পরে তিনি অভিযোগ পত্যহার করে নেন। বুলডোজার গুঁড়িয়ে দিল বাড়ি অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) অফিস থেকে টুইট করা হয়েছে বুলডোজার দিয়ে ধৃতের বাড়ি ভাঙার ছবি। টুইটে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "রেওয়া জেলার মউগঞ্জ অঞ্চলে তরুণীর উপর বর্বরতায় অভিযুক্ত পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ড্রাইভার পঙ্কজের লাইসেন্সও বাতিল করা হয়েছে। মধ্যপ্রদেশের মাটিতে মহিলাদের উপর অত্যাচারকারীদের ক্ষমা করা হবে না।" প্রশাসন সূত্রে দাবি অবৈধ ভাবে বাড়িটি তৈরি করে অভিযুক্ত। এর আগে একাধিকবার অভিযুক্তদের বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে দেখে গিয়েছে প্রশাসনকে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/e2XNgot
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads