তালিবানের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে আফগান মেয়েরা https://ift.tt/lCqkKtN - MAS News bengali

তালিবানের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে আফগান মেয়েরা https://ift.tt/lCqkKtN

মহিলাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা নিষিদ্ধ করেছে আফগানিস্তানের () তালিবান (Taliban) সরকার। তার পর থেকেই দেশ জুড়ে দানা বাঁধছে বিক্ষোভ। কাবুল (Kabul) থেকে কান্দাহার (Kandahar)— একের পর এক প্রদেশে নারী শিক্ষার দাবিতে ছড়িয়ে পড়ছে আন্দোলন। রবিবারও আফগানিস্তানের একাধিক শহরে বিক্ষোভে সামিল হন মহিলারা। পোস্টার হাত রাস্তায় স্লোগান দিতে দেখা যায় তাঁদের। আফগান তরুণীদের এই আন্দোলনে সামিল হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পুরুষ পড়ুয়াও। মেয়েদের মিছিল পা মেলেন তাঁরা। এদিন কাবুল বিশ্ববিদ্যালয় এবং শহরের ২টি কলেজ চত্বরে নারী শিক্ষার দাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা। অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিন তাঁরা। যদিও সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি তালিবান সরকার। ২০২১-এ ক্ষমতায় আসার পর থেকে সেভাবে কোনও গণবিক্ষোভের মুখে পড়তে হয়নি নেতৃত্বকে। এই প্রথম শিক্ষার দাবিতে মহিলাদের বিক্ষোভ সামলাতে হচ্ছে তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, হাজার হাজার আফগান তরুণীর স্বপ্ন কেড়ে নিয়েছে তালিবান। রবিবার এই নিয়ে আন্দোলনের সময় বারবার ক্ষোভ উগড়ে দেন তাঁরা। মারওয়া নামে এক বিক্ষোভকারীর কথায়, “এর চেয়ে তো তালিবান যদি মাথা কেটে নিত, সেটাও অনেক বেশি ভালো হত। আফগানিস্তানে কি মেয়ে হয়ে জন্মানোটাই পাপ? এখানে তো পশুদের থেকেও খারাপ অবস্থা মেয়েদের। পশুরা তো তাও নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। আফগান মেয়েরা তো সেটাও পারে না। আমরা যে বেঁচে আছি, সেটা ভাবতেও মাঝে মধ্যে ঘেন্না করে।” অন্যদিকে এই প্রথম মহিলাদের আন্দোলনে আফগানিস্তানে পুরুষদের সামিল হতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে থাকা এক কলেজ পড়ুয়ার কথায়, “নারী শিক্ষা বন্ধ হোক, এটা এখনই কাম্য নয়। সেই কারণেই আমরা এই আন্দোলনকে সমর্থন করছি।” কোনও সমাজ কি মেয়েদের বাদ দিয়ে এগোতে পারে? প্রশ্ন তুলেছেন ওই আফগান তরুণ। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক বাতিলের দাবিতে চলছে লাগাতার আন্দোলন। বিক্ষোভ থামাতে ইরানি গার্ডেদের বিরুদ্ধে উঠেছে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ। তাতে এখনও পর্যন্ত সাড়ে ৪০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আন্দোলনের নামে অশান্তি ছড়ানোর অভিযোগে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বিশেষজ্ঞদের দাবি, এবার ইরানের ধাঁচে আন্দোলন শুরু হতে পারে প্রতিবেশী দেশ আফগানিস্তানেও। সেই পূর্বাভাস মিলছে বলেও দাবি করেছেন তাঁরা।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/4I3Rc1x
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads