একটানা 220 দিন! কলকাতায় কমল না পেট্রল-ডিজেলের দাম https://ift.tt/BKe21Xs - MAS News bengali

একটানা 220 দিন! কলকাতায় কমল না পেট্রল-ডিজেলের দাম https://ift.tt/BKe21Xs

Kolkata Petrol Diesel Price: জ্বালানির দাম আরও একদিন অপরিবর্তিত রইল কলকাতায়। এই নিয়ে টানা 220 দিন শহর কলকাতায় অপরিবর্তিত রইল জ্বালানির দাম। তবে এই দাম অপরিবর্তিত থাকার তালিকায় শুধু কলকাতা নেই, রয়েছে মেট্রো শহরের মধ্যে চেন্নাইও। অন্যদিকে দিল্লি-মুম্বইয়ে জ্বালানির দাম গত 4 মাস ধরে রয়েছে অপরিবর্তিত। আন্তর্জাতিক বাজারের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে অশোধিত তেলের দর চার ভাগের মধ্যে থেকে কমে তিন ভাগে এসে ঠেকেছে। কিন্তু তার কোনও প্রভাব ভারতীয় বাজারে দেখা যায়নি। বিশ্ব বাজারে অশোধিত তেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ছিল 126 ডলারে, সেই দাম এসে ঠেকেছে 84 ডলার প্রতি ব্যারেলে। এবার দেখে নেওয়া যাক দেশের কোন শহরে জ্বালানির দাম কত রয়েছে? কলকাতায় আজ পেট্রল-ডিজেলের দাম ( in Kolkata) কলকাতা শহরে জ্বালানির দামে শেষ পরিবর্তন হয়েছিল 21 মে। তারপর থেকেই জ্বালানির দর একই রয়েছে। কলকাতায় পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 106 টাকা 03 পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি 92 টাকা 76 পয়সা দরে। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) দেশের মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে কম রয়েছে দিল্লিতে। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। পাশাপাশি ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে 89 টাকা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বইতে আবার জ্বালানির দাম মেট্রো শহরের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106 টাকা 31 পয়সা। আবার ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 94.27 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দেশের দক্ষিণের শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। অন্যদিকে, চেন্নাইতে প্রতি লিটার ডিজেলের দর রয়েছে 94.24 টাকা। চেন্নাইতেও কলকাতার মতো জ্বালানির দাম 220 দিনে কোনও পরিবর্তন হয়নি। ফলে জ্বালানির জ্বালা হাড়েহাড়ে টের পাচ্ছে চেন্নাইবাসীও। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য, আয়কর, শেয়ার বাজার, ছোট ব্যবসা, ভারতীয় রেল, পোস্ট অফিস সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন ।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/oZIYVSK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads