রাজ্য পুলিশের দুই আধিকারিকের বাড়িতে দুর্নীতি দমন শাখার তল্লাশি https://ift.tt/e46dIju - MAS News bengali

রাজ্য পুলিশের দুই আধিকারিকের বাড়িতে দুর্নীতি দমন শাখার তল্লাশি https://ift.tt/e46dIju

West Bengal Local News: শিলিগুড়িতে একাধিক আইসি পদমর্যাদার পুলিশকর্তার বাড়িতে চলল অভিযান। রাজ্যের দুর্নীতি দমন শাখার () আধিকারিকরা সোমবার এই অভিযান চালিয়েছেন। জানা গিয়েছে, দু'জন আইসির বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদের মধ্যে একজন মালদা জেলাতে কর্মরত এবং দ্বিতীয় জন এই মুহূর্তে পুলিশ কমিশনারেটের ( Police Commissionerate) অধীনে রয়েছেন। দুই পুলিশ আধিকারিকই শিলিগুড়িতে থাকেন। সূত্রে জানা গিয়েছে, প্রায় একই সময়ে ওই দুই পুলিশ আধিকারিকদের বাড়িতে চলে অভিযান। তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। লদার চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ড ও মাটিগাড়া থানার আইসি সমীর দেওসার ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। রাজ্য দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, কয়েকমাসে আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তাঁর ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর মাটিগাড়ার একটি ফ্ল্যাটে থাকেন। সেখানে অভিযান চালায় পাঁচ সদস্যের একটি দল। মাটিগাড়ার থানার আইসি সমীর দেওসার শালবাড়িতে থাকা ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে শুরু হয়ে রাত অবধি চলে তল্লাশি অভিযান। সূত্রের খবর, পুলিশ আধিকারিকদের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তল্লাশি অভিযানের সময় তাঁরাও সেখানে উপস্থিত ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ জমা পড়ছিল। তাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকারও অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই আজকের এই অভিযান চালানো হয়েছে। দুর্নীতি দমন শাখার অভিযানের কথা কার্যত স্বীকার করে নিয়ে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। তিনি জানিয়েছেন, মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে দুর্নীতি দমন শাখা অভিযান চালাচ্ছে। যদিও চাঁচলের আইসির ফ্ল্যাটে অভিযান সম্পর্কে তাঁর জানা নেই। আগামী দিনে আরও কয়েকজন পুলিশ আধিকারিক ও সরকারী কর্মীদের বাড়িতে অভিযান চলতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্যে গোরু পাচার, কয়লা পাচার, ভুয়ো চাকরির মতো একের পর এক দুর্নীতি মামলায় যখন রাজনৈতিক নেতানেত্রীদের জড়িত থাকার অভিযোগ উঠে আসছে, ঠিক তখন রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার অভিযান নতুন মাত্র যোগ করেছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সরকারি কর্মী ও আধিকারিকদের দুর্নীতি রুখতে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়ে নবান্ন। তবে শিলিগুড়ির এই অভিযান নিয়ে কোনও পক্ষই এখনও মুখ খোলেনি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/7Rw8BHA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads