দিওয়ালির আগে বিরাট স্বস্তি, ২৪৮ দিনে সর্বনিম্ন করোনা অ্যাকটিভ কেস https://ift.tt/3mxTRwx - MAS News bengali

দিওয়ালির আগে বিরাট স্বস্তি, ২৪৮ দিনে সর্বনিম্ন করোনা অ্যাকটিভ কেস https://ift.tt/3mxTRwx

এই সময় ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে আগে বড় স্বস্তি। দৈনিক করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন অ্যাকটিভ করোনা কেসও। সামনেই দীপাবলি, কালীপুজো, ছটপুজো। উৎসবের আগে করোনার এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি বাড়াচ্ছে। শুধু সংক্রমণ নয়, কমেছে কোভিড মৃত্যু। সোমবার Ministry of Health and Family Welfare দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন । দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮১৪ জন। ফের বেড়েছে কোভিড মৃত্যুও। রবিবারের থেকে এক লাফে অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ২৫১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৫৮ হাজার ৪৩৭ জন। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১২, ৭১৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে মোট ৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার ৫৬০ জন। দারুণ উন্নতি সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যায়। এদিন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের ভিত্তিতে জানা সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন কমে ০.৪৬ শতাংশে দাঁড়িয়েছে । এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮১৭ জনে। যা গতকালের থেকে ৪৫৫ জন কম। সংক্রমণ গ্রাফ কমলেও সামান্য অসতর্কতা ফের বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। এমনকী, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও এখনও চলে যায়নি পুরোপুরি। তাঁদের কথায়, 'দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা এখনও পুরোপুরি চলে যায়নি। ফলে উৎসবের সময় যদি সাধারণ মানুষ সতর্ক না হন সেক্ষেত্রে নেমে আসতে পারে বড় বিপদ।'


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Y6fwTa
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads