Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/iydSI5C
দিগ্বিজয় সিংকে এক বছর হাজতবাসের নির্দেশ! https://ift.tt/Z9zXBYS
Madhya Pradesh-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে () এক বছরের কারাবাসের সাজা শোনাল ()। বহু বছরের পুরনো একটি মামলায় শনিবার এই রায় ঘোষণা করেছে আদালত। আদালত সূত্রে জানা, এই মামলায় মোট ছয়জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। দোষীদের তালিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও রয়েছেন প্রাক্তন সাংসদ প্রেমচাঁদ গুড্ডু (Premchand Guddu)। তাঁকেও এক বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। সেইসঙ্গে, দোষী সাব্যস্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। এই ঘটনার সূত্রপাত হয় প্রায় ১০ বছর আগে। ২০১১ সালের ১৭ জুলাই উজ্জয়িনীতে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দিগ্বিজয়। সেখানে তাঁর কনভয় পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন BJYM কর্মীরা। তাঁরা তাঁকে কালো পাতাকাও দেখান। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দিগ্বিজয়েপ অনুগামীরা। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়। তাতে চার কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এঁরা হলেন জয়সিং দরবার (বর্তমানে জয়সিং BJP নেতা), অনন্ত নারায়ণ মিনা, মুকেশ ভাটি এবং আসলম লালা। পরে এই মামলায় এবং প্রেমচাঁদ গুড্ডুকেও অভিযুক্ত হিসেবে তালিকায় যুক্ত করা হয়। এতদিনে সেই মামলার শুনানি শেষ হল। আদালতের রায় জানার পর এ নিয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে দিগ্বিজয় সিংকে প্রশ্ন করা হয়। রায় নিয়ে তাঁর মন্তব্য চাওয়া হয়। বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ প্রবীণ কংগ্রেস নেতা। তাঁর পালটা অভিযোগ, পুরোটাই আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। কারণ, মূল FIR-এ তাঁর নাম ছিল না। পরে অভিযুক্তদের তালিকায় সেই নাম যোগ করা হয়। এর পিছনে রাজনৈতিক চাপ ছিল বলে মনে করেন দিগ্বিজয়। তবে, তিনি যে আইনি পথেই এর মোকাবিলা করবেন, তা জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাবেন তাঁর আইনজীবী। তবে দিগ্বিজয় যাই বলুন না কেন, এই ঘটনা রাজনীতির পারদ চড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের। গেরুয়া শিবির প্রয়োজনে আদালতের এই রায়কে কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের রায় যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে না যায়, তাহলে সমস্যা বাড়বে। যদিও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/iydSI5C
Previous article
Next article
Leave Comments
Post a Comment