'শাহজাহানরা দলের জন্ডিস-ক্যান্সার,' সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক সিদ্দিকুল্লা https://ift.tt/H0ukOn5 - MAS News bengali

'শাহজাহানরা দলের জন্ডিস-ক্যান্সার,' সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক সিদ্দিকুল্লা https://ift.tt/H0ukOn5

'শাহজাহান শেখরদের দলের জন্ডিস বলব-ক্যান্সার বলব, ক্যান্সার তো দুরারোগ্য, মরে যাবে, আর জন্ডিস সারবে না, জন্ডিস না সারলে সে মরবে আর দশজন মরবে, ওরা দলের জন্ডিস,' সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রেশন দুর্নীতি তদন্তে গিয়ে শাহজাহান শেখের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁদের মারধর ও গাড়ি ভাঙচুর করে এলাকাছাড়া করা হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শুধু এই ঘটনাই নয়, এর আগেও শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরই দলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। তখনও তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ মন্ত্রীর। শনিবার হুগলির জাঙ্গিপাড়া গ্রন্থমেলায় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সেই ঘটনার কথা উল্লেখ করে সিদ্দিকুল্লা বলেন, 'প্রায় লক্ষাধিক টাকার ত্রাণ নিয়ে যাচ্ছিলাম, সেই সময় আমাকে পুলিশের সামনে হেনস্থা করেছিল।' তখন তার কি কোনও ব্যবস্থা হয়েছিল? উত্তরে মন্ত্রী বলেন, 'সেটা আমার জানা নেই।' তিনি আরও বলেন, 'চালে কিছু কাঁকড় থাকে, একটু ঝেরে খেলে ভাতটা ভালো খাওয়া যায়। সিপিএম-এর জমানায় হার্মাদ বাহিনী থেকে এই দলে এসেছে। সেই বদ রক্তের কারণে ক্ষতিটা আরও বেশি হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি , আমি চাই এরকম অপরাধীদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভালো মানুষেরা দল করতে পারেন।' তাহলে এই ঘটনার নেপথ্যে কার হাত রয়েছে? জবাবে মন্ত্রী বলেন, 'কার হাত রয়েছে সেটা বলতে পারবো না। তবে সে গাঁজা খায়, না মদ খায়,না কী করে, কেন মাথা গরম হয় জানি না। আমি বিশ্বাস নিয়ে বলতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল না। সে শক্তির বড়াই দেখাতে গিয়ে ফেঁসেছে, ফাঁসুক। দল দলের জায়গায় কাজ করুক, দল তার সঙ্গে নেই।'সিদ্দিকুল্লার সাফ কথা, 'কেউ যদি মনে করে আমি আইনের ঊর্ধ্বে, তবে তাকে শাস্তি পেতেই হবে। মারধর করে অন্যায় করেছে। তৃণমূল দল দায়ী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক দায়ী নন, যে করেছে সে দায়ী। ঘেরাও পর্যন্ত চলতে পারতো। অফিসারদের এইভাবে মারধর করা বৈধ কাজ নয়।'


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/Xun9DbV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads