রাম মন্দির উদ্বোধনের দিন দেশে সরকারি ছুটি? কী জানাচ্ছে কেন্দ্র? https://ift.tt/0lIzMac - MAS News bengali

রাম মন্দির উদ্বোধনের দিন দেশে সরকারি ছুটি? কী জানাচ্ছে কেন্দ্র? https://ift.tt/0lIzMac

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আগামী ২২ জানুয়ারি অযোধ্যার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধী দলের তাবড় নেতৃত্ব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে দেশ। সে ক্ষেত্রে ২২ জানুয়ারি, সোমবার কি দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে একাধিক রামভক্ত কেন্দ্রের BJP সরকারের কাছে ২২ জানুয়ারি দিনটি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন। দেশের প্রতিটি বাড়িতে টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটি সকলে উপভোগ করতে পারেন, তার জন্যই এই আবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনটিতে দীপাবলি উৎসব পালনের আর্জি জানিয়েছেন। দেশবাসীর কাছে তাঁর আবেদন, সকলে ২২ জানুয়ারি নিজ নিজ গৃহে প্রদীপ প্রজ্জ্বলন করুন। উত্তর প্রদেশেই সরকারি ছুটি ঘোষণা করার সবচেয়ে বেশি আর্জি রয়েছে। এক্স হ্যান্ডেলে যোগী সরকারকে ট্যাগ করে ছুটির দাবি জানাচ্ছেন রাম ভক্তরা। এই তালিকায় রয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন, সনাতনী সংস্কৃতির মানুষজনও। মহারাষ্ট্রের BJP বিধায়ক অতুল ভাতখলকর গত ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে একটি চিঠি লেখেন। ২২ জানুয়ারির শুভদিনে সরকারি ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন তিনি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘরে বসে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই সরকারের কাছে তাঁর এই আবেদন। মধ্য প্রদেশেও বেশ কয়েকদিন ধরে ২২ জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার জন্য আবেদন জানানো হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার দিন অত্যন্ত আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হতে চাইছে এই রাজ্যের বাসিন্দারা। রাজস্থানেও সরকারের কাছে ২২ জানুয়ারি উৎসব পালনের জন্য ছুটি চাইছে বাসিন্দারা। সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রশাসনিক স্তরে এই নিয়ে আলোচনাও চলছে।

দেশজুড়ে সরকারি ছুটি?

নানা স্তরের আলোচনা এবং জল্পনা থেকেই অনুমান করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি জেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। তবে এমন কোনও ঘোষণা এখনও হয়নি। কেন্দ্র সরকার কিংবা কোনও রাজ্যের সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকেও কোনও বিবৃতি এই মর্মে জারি করা হয়নি। এমনকী, উত্তর প্রদেশের যোগী সরকারও তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গোটা দুনিয়া এই ঐতিহাসিক শুভক্ষণের জন্য অপেক্ষা করছে। আমি দেশের ১৪০ কোটি মানুষের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, আপনারা কেউ ২২ জানুয়ারি অযোধ্যায় আসবেন না। ওইদিন ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করুন। সন্ধ্যায় গোটা দেশ যেন আলোয় ঝলমল করে।'


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/SR8XtET
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads