বিমল গুরুং ফের BJP-র পথে? জল্পনা বাড়ালেন মোর্চা প্রধান https://ift.tt/aU2eidm - MAS News bengali

বিমল গুরুং ফের BJP-র পথে? জল্পনা বাড়ালেন মোর্চা প্রধান https://ift.tt/aU2eidm

GTA নির্বাচন চান না। পাহাড় রাজনীতির অন্যতম মুখ বিমল স্পষ্ট জানিয়েছেন, পাহাড় রাজনীতির স্থায়ী সমাধান চাইছেন তাঁরা। এজন্য তিনি আমরণ অনশনেও যেতে প্রস্তুত। তাৎপর্যপূর্ণভাবে পাহাড় সমস্যা নিয়ে ২ এপ্রিল BJP সাংসদ রাজু বিস্তের ডাকা কনভেনশনে যোগ দিতে চলেছেন গুরুং। সবমিলিয়ে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলেই মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ। মুখ্যমন্ত্রী পাহাড় সফরের বিভিন্ন কর্মসূচি থেকে একাধিকবার ঘোষণা করেছেন শীঘ্রই GTA নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পাহাড়ে সমস্ত দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু, এবার অন্য সুর শোনা গেল গুরুংয়ের গলায়। বুধবার দার্জিলিংয়ের মালিধূরায় কাঞ্চনজঙ্ঘা স্কুল মাঠে নারী মোর্চার একটি সভা আয়োজিত হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন , রোশন গিরি। এদিনই 'অন্য সুর' শোনা যায় গুরুঙের গলায়। তিনি বলেন, "আমি পাহাড়ে না থাকলেও পাহাড়ে আমার স্বভিমান ছিল। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর এই কথা ধরেই আমি পাহাড়ে এসেছি। GTA-র চেয়ারের প্রতি লোভে নয়।" এরপরেই বিস্ফোরক দাবি করেন তিনি। গুরুং বলেন, "প্রয়োজনে পাহাড়ে রাজনৈতিক সমস্যার সমাধানে আমরণ অনশনে বসব।" এদিকে ২ এপ্রিল BJP সাংসদ রাজু বিস্তার আহ্বানে সাড়া দিতে চলেছেন গুরুং। জানা গিয়েছে, এদিন শুধু বিমল গুরুং নয়, আমন্ত্রিতদের তালিকায় থাকছেন অনীত থাপা। উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ে নিজের দল প্রজাতান্ত্রিক মোর্চা গড়েছেন তিনি। এছাড়াও অজয় এডোয়ার্ডের হামরো পার্টিকেও জানানো হয়েছে আমন্ত্রণ। BJP সাংসদের ডাকে বিমল গুরুঙের সাড়া দেওয়া পাহাড় রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। BJP-র সঙ্গ ত্যাগ করা গুরুঙের মন বদল নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। উঠছে প্রশ্ন, তবে কি ফের একবার BJP-কে সমর্থন করবেন গুরুং? উঠছে পশ্ন। মনে করা হচ্ছে, GTA জোট চাইছে না গুরুংপন্থীরা, জানা গিয়েছে এমনটাই। কারণ নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। উল্লেখ্য, পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার তিনি পাহাড়ের বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাহাড় সফরের বিভিন্ন সময় বলেছেন GTA ভোট হবে। পাশাপাশি তিন পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের কথাও শোনা যায় তাঁর কণ্ঠে। এরমধ্যেই গুরুঙের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/awJ4XEZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads