খুনে অভিযুক্ত চিকিৎসকের আত্মহত্যা, পুলিশ সুপারকে সরালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী https://ift.tt/ARSGP8Z - MAS News bengali

খুনে অভিযুক্ত চিকিৎসকের আত্মহত্যা, পুলিশ সুপারকে সরালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী https://ift.tt/ARSGP8Z

Dausa-র পুলিশ সুপার অনিল কুমারকে (Dausa SP Anil Kumar) সরিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ()। এক চিকিৎসকের 'আত্মহত্যা'র জেরে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়। সূ্ত্রের দাবি, ওই চিকিৎসকের স্বামী অভিযোগ জানিয়েছেন, স্থানীয় BJP নেতারা পুলিশের উপর চাপ দিচ্ছিল, যাতে তারা ওই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার জেরেই মুখ্যমন্ত্রী দাউসার পুলিশ সুপারকে সরিয়ে দেন। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ২২ বছরের আশা বাইরওয়ার। দাউসার লালসটের আনন্দ হাসপাতালে মারা যান তিনি। এই মৃত্যুর জন্য ওই তরুণীর স্বামী ও আত্মীয়রা চিকিৎসক অর্চনা শর্মাকে দায়ী করেন। মৃতদেহ নিয়ে শুরু হয় বিক্ষোভ। অর্চনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি ওঠে। মৃতার আত্মীয়দের এই দাবিকে সমর্থন জানিয়ে মাঠে নামেন স্থানীয় BJP নেতারাও। অভিযোগ, এই রাজনৈতিক চাপের জেরেই পুলিশ ডা. অর্চনা শর্মা ও তাঁর স্বামী ডা. সুনীত উপাধ্যায়কে পাকড়াও করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, এই দম্পতিই লালসটের আনন্দ হাসপাতালটি চালাতেন। এরপরই গত মঙ্গলবার আত্মহত্যা করেন ডা. শর্মা। সঙ্গে একটি সুইসাইড নোটও লিখে যান তিনি। পুলিশের দাবি, সেই সুইসাইড নোটে লেখা রয়েছে, "আমি আমার স্বামী এবং বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আমার মৃত্যুর পর দয়া করে ওঁদের কেউ বিরক্ত করবেন না। আমি কোনও ভুল কাজ করিনি এবং কাউকে খুন করিনি। ময়নাতদন্তেই স্পষ্ট ওই মহিলার কিছু গুরুতর সমস্য়া ছিল। এভাবে চিকিৎসকদের হেনস্থা করা বন্ধ করুন। আমার মৃত্যুই হয়তো আমার নিরপরাধ হওয়ার প্রমাণ দেবে। দয়া করে নিপরাধ চিকিৎসকদের হেনস্থা করা বন্ধ করুন।" এই ঘটনার পর ডা. শর্মার স্বামী ডা. উপাধ্য়ায় একটি ভিডিয়ো বার্তায় জানান, যে মহিলার মৃত্যু হয়েছে, তার জন্য চিকিৎসকরা কেউ দায়ী নন। তিনি স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু, তারপর কিছু সমস্যা তৈরি হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচাতে দুঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। এই ঘটনায় বাল্যা জোশি-সহ বেশ কয়েক BJP নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, একজন সহকর্মীর মৃত্যুতে স্থানীয় চিকিৎসক মহলে ক্ষোভ ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/fhHwC95
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads