''খুনোখুনি করে ক্ষমতা দখল করতে চাই না'', তৃণমূলকে কটাক্ষ শাহর https://ift.tt/3rQqVMF - MAS News bengali

''খুনোখুনি করে ক্ষমতা দখল করতে চাই না'', তৃণমূলকে কটাক্ষ শাহর https://ift.tt/3rQqVMF

Amit Shah-এর সংসদে দাঁড়িয়ে বড় মন্তব্য। নাম না করে তীব্র কটাক্ষ তৃণমূলকে বিরোধীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ( Home Minister ) বলেন, BJP সবসময়ই ভোটে জিততে চায়, তবে কোনওরকম হিংসাত্মক ঘটনা ছাড়াই। নিজেদের আদর্শকে মাথায় রেখে, নেতৃত্ব ও কাজের গুণে জয়ী হয় BJP। সংসদে এদিন Delhi Municipal Corporation (Amendment) Bill নিয়ে জবাব দিতে উঠে এই মন্তব্য করেন অমিত শাহ। এখানেই শেষ নয়, সরসরি লোকসভায় টেনে আনলেন। নাম না করে অমিত শাহ বলেন, ''আপনারা গোয়া গিয়েছিলেন কেন? ত্রিপুরাতেই বা কেনও ভোটের ময়দানে প্রার্থী দিয়েছিলেন! আপনাদের সমস্ত জায়গায় ভোটে লড়ার অধিকার সকলের রয়েছে। প্রত্যেক দলের আলাদা আলাদা আদর্শ রয়েছে। আমরা তো তখন কোনও বাধা দিইনি। কারণ, এটাই তো গণতন্ত্র। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। '' রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল সাংসদ সৌগত রায়ের টিপ্পনি প্রসঙ্গেই এই মন্তব্য শাহের। তৃণমূলের উদ্দেশে কটাক্ষে তাঁর সংযোজন, ''নেতৃত্বের জনপ্রিয়তা এবং সরকারের পারফর্মমেন্স, সারা বছরের কাজের নিরিখে আমরা প্রতিটি নির্বাচনে জিতি। আমরা বিরোধী দলের কর্মীদের মেরে, তাদের মেয়ে-বউদের ধর্ষণ করে জোর করে ক্ষমতায় আসি না। এটা আমাদের সংস্কৃতি নয়। '' Birbhum Rampurhat-এর ঘটনায় BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে BJP-র 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।' সূত্রের খবর, এই রিপোর্টে উল্লেখ রয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। তদন্ত চলাকালীন রাজনৈতিক দলের সদস্যদের রিপোর্ট তৈরি করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন ( )। বুধবার থেকে BJP-র জমা দেওয়া এই রিপোর্ট প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলেন, “আমরা তদন্তে পুরোপুরি সাহায্য করেছি। কিন্তু, BJP নেতা যাঁরা এখানে এসেছিলেন তাঁরা পার্টি প্রেসিডেন্টকে রিপোর্ট করেছেন। তদন্ত চলাকালীন এই ধরনের রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে।” তিনি আরও বলেন, “এই ধরনের রিপোর্ট তদন্তকে দুর্বল করতে পারে। রাজনৈতিক উদ্দেশে এই ধরনের তদন্তের অপব্যবহার করা হতে পারে।”


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/SDMALON
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads